Select Page

পরিচালনায় ফিরছেন ইলিয়াস কাঞ্চন

পরিচালনায় ফিরছেন ইলিয়াস কাঞ্চন

ইলিয়াস-কাঞ্চন

পাঁচ বছর পর নতুন চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ওশান গ্রুপের প্রযোজনায় জানুয়ারি থেকে চলচ্চিত্রটির শুটিং শুরুর কথা রয়েছে। খবর মানব জমিন

সোমবার রাতে ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই’ সম্পর্কিত সাউথইস্ট এশিয়া রিজিয়নের ১১টি দেশের একটি সম্মেলনে অংশ নিতে জাকার্তা গেছেন। সেখান থেকে ফিরবেন ৫ ডিসেম্বর। এরপর লন্ডন যাবেন। সেখান থেকে ২২ ডিসেম্বর দেশে ফিরে নতুন চলচ্চিত্রের সবকিছু চূড়ান্ত করবেন।

তিনি জানান, জানুয়ারিতেই নতুন চলচ্চিত্রের শুটিং শুরু হবে। প্রধান একটি চরিত্রে নিজেও অভিনয় করবেন।

এ প্রসঙ্গে ‘ভেজা চোখ’ সিনেমার নায়ক বলেন, ‘এর আগে যে দুটি চলচ্চিত্র আমি নির্মাণ করেছি তাতে যেমন সমাজের জন্য মেসেজ ছিল, নতুন চলচ্চিত্রটিতেও ঠিক তেমনি থাকবে।’

ইলিয়াস কাঞ্চনের প্রথম চলচ্চিত্র ‘বাবা আমার বাবা’, মুক্তি পায় ২০০৮ সালে। ২০১০ সালে নির্মাণ করেন ‘মায়ের স্বপ্ন’। ইলিয়াস কাঞ্চন সর্বশেষ অংশ নিয়েছেন দেবশ্রীর বিপরীতে ‘হঠাৎ দেখা’ চলচ্চিত্রের শুটিংয়ে।


মন্তব্য করুন