Select Page

পরিচালনায় ফিরছেন নায়করাজ

পরিচালনায় ফিরছেন নায়করাজ
আবার নির্মাণে আসছেন নায়করাজ রাজ্জাক। সবকিছু ঠিকঠাক থাকলে মার্চেই শুরু করবেন নির্মাণকাজ। এখন তিনি গল্প বাছাই করছেন।

তার কথায়- ‘সামাজিক ও পারিবারিক অবক্ষয়ের গল্প নিয়ে বিনোদনমূলকভাবে ছবিটি নির্মাণ করব। আমাদের দেশে নারীর ওপর নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। বিষয়টি আমাকে ভীষণভাবে পীড়া দেয়। আজ আর একান্নবর্তী পরিবার দেখি না। নানা সমস্যায় জর্জরিত আমাদের সমাজ ও পরিবার। এই বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। তাই এ নিয়ে বক্তব্য প্রদান করে ছবিটি নির্মাণ করব।’

সর্বশেষ ২০১৩ সালে ‘আয়না কাহিনী’ নির্মাণ করেন রাজ্জাক।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


Leave a reply