Select Page

পরিপূর্ণ সিনেমার মানুষ আশীষ কুমার লোহ

পরিপূর্ণ সিনেমার মানুষ আশীষ কুমার লোহ

আশীষ কুমার লোহের একাধারে অনেক পরিচয়। অভিনেতা, নাট্যকার, চলচ্চিত্রের কাহিনী-চিত্রনাট্যকার, সংলাপ লেখক। কাজ করেছেন সোনালী দিনের মাস্টার সব নির্মাতার সঙ্গে।  কমিক থেকে সিরিয়াস সব চরিত্রে ছিলেন সাবলীল।  

কয়েকটি ছবিতে নায়ক চরিত্রেও অভিনয় করেছেন। অভিনয় করেছেন ভিলেন হিসেবেও। তবে আশীষ কুমার লোহ কৌতুক অভিনেতা হিসেবেই সর্বাধিক পরিচিতি পেয়েছেন।  জনপ্রিয়তার পেয়েছেন।

আশীষ কুমার লোহ ১৯৩৭ সালের ১০ অক্টোবর, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার, উচাখিলা ইউনিয়নের, গোল্লা জয়পুর গ্রামে জন্মগ্রহণ করেন।  তিনি ১৯৯৪ সালের ৩ নভেম্বর, ঢাকায় মৃত্যুবরণ করেন।

স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষে তিনি ময়মনসিংহ জিলা স্কুলে ভর্তি হন। ১৯৫৩ সালে ম্যাট্রিক পাস করে তিনি ময়মনসিংহ আনন্দমোহন কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন। আনন্দমোহন কলেজ থেকে ১৯৫৫ সালে আইএসসি পাস করেন তিনি।

কলেজে পড়াকালীন সময়ই আশীষ কুমার লোহ নাটকে অভিনয়ের দিকে ঝুঁকে পড়েন। কলেজের বার্ষিক নাটকে অভিনয় করতেন এবং বিভিন্ন অনুষ্ঠানে কৌতুক প্রদর্শন করে জনপ্রিয় হয়ে ওঠেন। স্থানীয় টাউন হল মঞ্চে নিয়মিত নাটকে অভিনয় করে সেই সময়ে বেশ সুনাম অর্জন করেন তিনি ।

এক সময় তিনি ঢাকায় চলে আসেন এবং মঞ্চনাটকে অভিনয় করে বেশ পরিচিতি পান ও পরবর্তীতে জনপ্রিয় হয়ে উঠেন। এই সময় তিনি বেতার ও টেলিভিশনে অভিনয় শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন।

আশীষ কুমার লোহ বেতার ও টেলিভিশন নাটকে অভিনয় করার পাশাপাশি, নাটক লেখাও শুরু করেন। কালক্রমে তিনি একজন খ্যাতিমান নাট্যকার এবং অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তৎকালীন পাকিস্তান টেলিভিশন ঢাকা কেন্দ্রের ধারাবাহিক হাসির নাটক- ‘হীরা চুনি পান্না’তে তিনি ‘হীরা’র ভূমিকায় অভিনয় করে তখনকার সময়ে সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেন।

১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত, মুস্তাফিজ পরিচালিত ‘হারানো দিন’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রের সাথে জড়িত হন আশীষ কুমার লোহ । তিনি আরো যেসব ছবিতে অভিনয় করেন তারমধ্যে উল্লেখযোগ্য- কারওয়া, বেগানা, ভাওয়াল সন্যাসী, সুতরাং, নদী ও নারী, ক্যায়সে কাহু, কার বউ, ফির মিলেঙ্গে হাম দোনো, তালাশ, আপন দুলাল, আলী বাবা, নয়ন তারা, ভাগ্যচক্র, মোমের আলো, অপরিচিতা, রূপবানের রূপকথা, পিয়াসা, অবাঞ্চিত, আলোর পিপাসা, মায়ার সংসার, স্বর্ণ কমল, আদর্শ ছাপাখানা, নতুন প্রভাত, স্বরলিপি, স্মৃতিটুকু থাক, অনির্বাণ, দুই পর্ব, অনেক দিন আগে, মামা ভাগ্নে, আলো ছায়া, হাসি কান্না, লুকোচুরি, আদালত, ইয়ে করে বিয়ে, অধিকার, অঙ্গার, পাগলা রাজা, অচেনা অতিথি, কাপুরুষ, অশান্ত ঢেউ, মেহেরবানু, রূপালী সৈকতে, সখি তুমি কার, জোকার, আমির ফকির, লাভ ইন শিমলা, বন্দিনী, লালুভুলু, লাইলী মজনু, অভিযোগ, বাদল, রাজার রাজা, মৌ চোর, ঝুমকা, ভাঙ্গাগড়া, সোহাগ মিলন, দুই পয়সার আলতা, মধু মালতি, জন্ম থেকে জ্বলছি, রজনীগান্ধা, রাজনন্দিনী, খোকন সোনা, নাতবৌ, শাস্তি, ভাগ্যলিপি, মনা পাগলা, ঘরে বাইরে, ফয়সালা, কাবিন, গুনাই বিবি, যোগাযোগ, সাধনা, বিচারপতি, পরিণীতা, সতী কমলা, সন্ধান, দায়ী কে, যাদুমহল, অগ্নিকন্যা, স্বাক্ষর, আলী বাবা ৪০ চোর, দাঙ্গা, ত্রাস, ক্ষুধা, লাভ স্টোরি, প্রভৃতি।

আশীষ কুমার লোহ ১৯৮৬ সালে, আলমগীর কবির পরিচালিত ‘পরিণীতা’ চলচ্চিত্রে অভিনয় করে পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

ছোট গল্পকার হিসেবেও তিনি সুনাম অর্জন করেছিলেন। তার প্রকাশিত গল্পগ্রন্থ ‘অনেক তারার আকাশ’।

তথ্য ও ছবি : আজাদ আবুল কাশেম


মন্তব্য করুন