Select Page

পরীমণি ও শবনম বুবলিকে নিয়ে অংশুর ‘খেলা হবে’

পরীমণি ও শবনম বুবলিকে নিয়ে অংশুর ‘খেলা হবে’

 ‘খেলা হবে’ শিরোনামে সিনেমা নির্মাণ করছেন ‘ন ডরাই’ খ্যাত তানিম রহমান অংশু। এ সিনেমার মাধ্যমে প্রথমবার পর্দা শেয়ার করবেন পরীমণি ও শবনম বুবলি!

চ্যানেল আই অনলাইন এক প্রতিবেদনে জানায়, এ দুই তারকা ছাড়াও সিনেমায় অভিনয় করবেন মুশফিকুর রহমান। মনে করা হচ্ছে তিনি ছোট পর্দার তারকা অভিনেতা মুশফিক আর ফারহান। এছাড়া আছেন আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চুসহ অনেকে।

টিএম ফিল্মস ছবিটি প্রযোজনা করতে যাচ্ছে। গত ২ আগস্ট প্রযোজনা প্রতিষ্ঠানটির পেজে জানানো হয়, তানিম রহমান অংশু একটি ছবি বানাবেন। তবে সে সময় সিনেমার নাম কিংবা কলাকুশলী সম্পর্কে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

আগামী অক্টোবরে ছবিটির শুটিং হওয়ার কথা আছে ভারতে। এ কারণে টিএম ফিল্মসের পক্ষে ফারজানা মুন্নি তথ্য মন্ত্রণালয়ে ভারত গমন ও সেখানে শুটিংয়ের অনুমতি চেয়ে আবেদন করেছেন। এর প্রেক্ষিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের সাক্ষরে অনুমতি দেয়া হয়।

গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) তথ্যমন্ত্রণালয়ের ওয়েব সাইটে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বিস্তারিত দেখা যায়। যেখানে পরিচালকসহ মোট ১২ জনকে ভারতে গিয়ে শুটিংয়ের অনুমতি দেয়ার বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ২৫ দিন ভারতে শুটিং করতে হবে।

‘খেলা হবে’ ছবির ব্যাপারে পরিচালক তানিম রহমান অংশু কোনো মন্তব্য করতে রাজি হননি বলে জানানো হয় প্রতিবেদনে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের মুখে প্রথমবার ভাইরাল হয় ‘খেলা হবে’ সংলাপটি। পরে এটি ভারতের পশ্চিমবঙ্গে জনপ্রিয় হয়ে উঠে তৃণমূল কংগ্রেসের নেতা দেবাংশু ভট্টাচার্যর মাধ্যমে। মমতা ব্যানার্জীকেও প্রায়শই এই স্লোগান দিতে দেখা গেছে। এমনকি এ স্লোগান দিয়ে গানও বানিয়েছে তৃণমূল। ক’দিন আগে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে আলিয়া ভাটের মুখেও শোনা গেছে ‘খেলা হবে’ সংলাপটি!


মন্তব্য করুন