Select Page

পরীমনিকে নিয়ে সেলিমের চাওয়া পূরণ হলো

পরীমনিকে নিয়ে সেলিমের চাওয়া পূরণ হলো

গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে পরীমনির দুটি ছবি। পূর্ণদৈর্ঘ্যে ‘স্বপ্নজাল’ ও ছোটদৈর্ঘ্যে ‘প্রীতি’। এর মধ্যে ‘স্বপ্নজাল’কে পরী মনে করেন তার ক্যারিয়ারের প্রথম ও প্রধান বাঁক বদলের উপাদান হিসেবে। সমালোচকেরাও নায়িকা প্রসঙ্গে এ ছবির নাম নেন।

সাম্প্রতিক মাদক মামলায় পরীমনিকে হেনস্তা করার বিপরীতে প্রথম থেকেই সোচ্চার ছিলেন ‘মনপুরা’ নির্মাতা। জামিন আদেশের পর তিনি পরীকে নতুনভাবে শুরুর পরামর্শ দেন। পারলে এখনই পরীকে নিয়ে সিনেমা বানাতে চান, যদিও এখনই তা সম্ভব নয়। … কিন্তু ঘটনাচক্রে তার পরবর্তী ছবির নায়িকা হয়ে গেলেন পরীই।

ওই সময় সেলিম বলেন, ‘জামিনের আগে আমার পক্ষ থেকে যতটুকু চেষ্টার সেটা করেছি। আমার হাত আর কতই লম্বা। কতটুকুই বা পারি বলুন! যেমন, আমার তো ইচ্ছে পরীকে নিয়ে দ্রুত সময়ে আরেকটা সিনেমা তৈরির। কিন্তু সেটা তো এখনই সম্ভব না। আমার হাতে একটা নতুন কাজ রানিং। তবে ওকে নিয়ে কাজ করার স্বপ্ন আবার শুরু করলাম। কারণ, ওকে শুটিং স্পটে দেখলে সবচেয়ে খুশি হতাম। সেটা যার ইউনিটেই হোক। প্রার্থনা করি, ও স্বাভাবিক জীবনে ফিরে আসুক দ্রুত।’

ওয়েব প্ল্যাটফর্ম চরকির জন্য হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে সেলিম নির্মাণ করছেন ‘গুনিন’। সেই ছবিতে শরিফুল রাজের বিপরীতে চুক্তিবদ্ধ হন নুসরাত ফারিয়া। কিন্তু রাজ দুর্ঘটনায় পড়ায় ছবির শুটিং পেছাতে থাকলে কলকাতার প্রজেক্টের জন্য সরে পড়েন ফারিয়া। এরপর থেকে গুঞ্জন ওঠে, ‘গুনিন’ করছেন পরীই। আর শুক্রবার (১৭ সেপ্টেম্বর) পাকা খবর পাওয়া গেল।

এদিন প্রথম আলো জানায়, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে রাবেয়া চরিত্রে দেখা যাবে পরীমনিকে।

শুক্রবার রাতে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। তিনি জানান, জেল থেকে বের হওয়ার দুই দিন পরেই পরিচালকের সঙ্গে ছবিটি নিয়ে কথা হয়। তিনি বলেন, ‘এরই মধ্যে গল্প ও চরিত্রটি নিয়ে দুই দিন বসেছি আমরা। পুরো গল্পটি আমি পড়েছি। আজ রাতে কাজটির জন্য চুক্তিবদ্ধ হলাম।’

চরিত্রটি তার কতটুকু ভালো লেগেছে? এ প্রসঙ্গে বলেন, ‘চরিত্র পছন্দ-অপছন্দ বিষয় নয়। গিয়াস উদ্দিন সেলিম আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাঁর সঙ্গে কাজ করলে আমি মানসিকভাবে ভালো থাকি। শুটিংয়ে একটা উৎসবের পরিবেশ তৈরি করে কাজ করেন সেলিম ভাই।’

‘জেল থেকে বের হওয়ার দুই দিন পরে সেলিম ভাইয়ের সঙ্গে দেখা। আমাকে বললেন, “নতুন একটি ছবি করতে যাচ্ছি। তুমি করবা? তোমার কোনো সমস্য আছে আমার সঙ্গে কাজ করতে?” জেল থেকে মাত্র বেরিয়েছি। সবকিছু মিলে সময়টা ভালো যাচ্ছিল না। সেলিম ভাইয়ের এমন প্রস্তাবে চোখে পানি চলে এসেছিল।’

গিয়াস উদ্দিন সেলিম জানান, ২০ সেপ্টেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়ার একটি জায়গায় জোড়া একটি বটগাছের নিচে সেট তৈরির কাজ শুরু হবে। সেখানে ১০ অক্টোবর থেকে শুটিং শুরু হবে। এরপর ছবির বাকি কাজ হবে মানিকগঞ্জে।

৫০ বছর আগের কৃষিজীবী একটি গ্রামের গল্প নিয়ে ‘গুনিন’ ছবির কাহিনি। সেখানে জিন–ভূত তাড়ানো হয়। গ্রামের বাইরে একটা আস্তানা আছে। সেখানে উড়ছে লাল কাপড়ের নিশান। সেই গ্রামের রক্ষণশীল সমাজের মুসলমান এক নারী রাবেয়া।

পরীমনি ও শরিফুল রাজ ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন মোস্তফা মনওয়ার, ঝুনা চৌধুরী, ইরেশ যাকের, শিল্পী সরকার অপু, নাসির প্রমুখ।


মন্তব্য করুন