Select Page

পরী মনিকে আসলেই কি চেনেন না শুভ?

পরী মনিকে আসলেই কি চেনেন না শুভ?

মাস কয়েক আগে শাহরিয়ার নাজিম জয়ের ‘সেন্স অব হিউমার’-এ এসেছিলেন আরিফিন শুভ। এক প্রশ্নের জবাবে জানান, পরী মনিকে তিনি চেনেন না। এ মন্তব্য বেশ উত্তাপ ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এবার প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি খোলাস করলেন ‘ঢাকা অ্যাটাক’ নায়ক।

‘একটা জায়গায় আপনি বলেছেন পরী মনিকে চেনেন না কিন্তু তার আগে পরীর সাথে একটা বিজ্ঞাপনচিত্রও করেছেন।’

এমন প্রশ্নে শুভ বলেন, ‘আমি বলছি আসলে ওখানে আমাকে বিশেষণ দিতে বলা হয় তো আমি তার সাথে একটা বিজ্ঞাপন করলেও তাকে তো আমি ব্যক্তিগতভাবে চিনিনা আর শুটে গিয়েও হ্যালো ছাড়া কোন কথাই হয়নি, তাহলে যে মানুষটাকে সেভাবে চিনিনা। তাহলে কী বলব? তবে আমার কথাটা হতো, আমার তো ওনার সাথে সেভাবে আলাপ নেই তো আমি বলতে পারব না কিন্তু ওখানে উত্তরগুলো দিতে হচ্ছিল এক শব্দে।’

‘আপনি একটা জায়গায় বলেছিলেন আপনার এদেশের কারো অভিনয় ভালো লাগে না। এটা কেন?’

উত্তরে তিনি বলেন, ‘আমি তাহলে এটা ক্লারিফাই করি। আমি তো মানুষ, আমার কাছে এখন কোন স্ক্রিপ্ট নেই, আমরা অনেক সময় বেফাঁস বা স্লিপ অফ টাং যেটাকে বলে মুখ ফসকে মাঝে মাঝে বেরিয়ে যায় যেটা আমরা নিজেরাও বলতে চাই না। তবে সেদিন আমি আসলে বলতে চেয়েছিলাম যে বর্তমান সময়ে কারো অভিনয় আমাকে ইনফ্লুয়েন্স করে না, প্রভাবিত করে না। আগের অনেকের অভিনয় ভালো ছিল, প্রভাবিত করতো। আর এখানে আমি আরেকটা কথা বলতে চাই, এটা বলে আমি সিম্প্যাথি নিতে চাই না, সিম্প্যাথি আমার খুব অপছন্দ। আর সেদিন ঐ সময় আমার মা হাসপাতালে ছিল, আমি ডিরেক্ট সেখান থেকে ওখানে আসি এবং সেভাবে প্রস্তুতও ছিলাম না। তো এটাই।’


মন্তব্য করুন