Select Page

পরী মনির গাড়ি ব্যাংক ঋণে কেনা, থাকেন ভাড়া বাড়িতে

পরী মনির গাড়ি ব্যাংক ঋণে কেনা, থাকেন ভাড়া বাড়িতে

সম্প্রতি ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার পর পরী মনির বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রকাশ করেছে অনেক গণমাধ্যম। এমনকি নায়িকার বাড়ি-গাড়ি নিয়ে চর্চা হচ্ছে। সেখানে বলা হয়েছে, চারটি বিলাসবহুল গাড়ি আছে পরীর গ্যারাজে।

কিন্তু সোশ্যাল মিডিয়ায় তিনি জানালেন, একটি মাত্র গাড়ি তার, তাও ব্যাংক ঋণে কেনা। বর্তমান কিস্তি পরিশোধ করছেন। আর থাকেন ভাড়া গাড়িতে।

বড় বড় সম্মানিত শিল্পীরাও পিছে রটানো গসিপ নিয়ে আমার দিকে আঙ্গুল তুলতেও ছাড়লেন না আজ— এই বলে কষ্টও প্রকাশ করেন নায়িকা।

পরী মনি লেখেন, “আজ এসব নিয়েও লিখতে হচ্ছে ভাবতে কষ্ট হচ্ছে সত্যি।

যখন বড় বড় সম্মানিত শিল্পীরাও পিছে রটানো গসিপ নিয়ে আমার দিকে আঙ্গুল তুলতেও ছাড়লেন না আজ!

একবার একটু জেনে নিতেই পারতেন চাইলে।

যাইহোক, এসব এর একটু পরিত্রাণ দরকার এবার।

*আমার একটি মাত্র হ্যারিয়ার গাড়ি। যেটি ব্যাংক লোনে চলছে।

এবং আমি একটি ভাড়া ফ্লাটে থাকি।

*আমি আমার আয়ের হিসেব সরকারের কাছে অবশ্যই প্রদান করি।আমি নিয়মিত একজন করদাতা।

আমার কোন ১০ কোটি টাকার বাড়ি বা ৫/৪/৩ কোটি (যেমন টা আপনারা বানালেন আরকি) টাকার গাড়িও নেই।

আপনারা দোয়া করবেন,আমাকে নিয়ে আপনাদের এই মহান উচ্চ আশা পূরন করবো ইনশাআল্লাহ ?

মিথ্যা বা গুজব ছড়ানোর জন্য আপনারা কতোটুকু জয়ী হলেন ভেবে দেখবেন প্লিজ ।

– আপনাদের পরীমণি”


মন্তব্য করুন