Select Page

‘পরী মনির জাতীয় পুরস্কার পাওয়া উচিৎ’

‘পরী মনির জাতীয় পুরস্কার পাওয়া উচিৎ’

pori-moni

‘মাস্টার মেকার’ উপাধিতে পরিচিত নির্মাতা মালেক আফসারী মনে করেন, ‘অন্তর জ্বালা’ সিনেমায় অভিনয়ের জন্য পরী মনির জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া উচিত।

সিনেমাটিতে পরীর বিপরীতে অভিনয় করেছেন জায়েদ খান। বেশ লম্বা শিডিউলে নির্মিত সিনেমাটি বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে। ‘অন্তর জ্বালা’ নির্মিত হয়েছে নায়ক মান্নার এক পাগল ভক্তের কাহিনীতে। শিগগিরই মুক্তি পাবে।

pori-moni-malek-afsary

মালেক আফসারী সম্প্রতি ফেসবুকে লেখেন, “অন্তর জ্বালা’ ছবির কাজের সময় পরীর সাথে আমার পারিবারিক একটা সম্পর্ক গড়ে উঠে। আমার ও আমার ছোট মেয়ে মাহি’র খুব প্রিয় পরী মনি। ‘অন্তর জ্বালা’ ছবিতে পরী অসাধারন অভিনয় করেছে। ন্যাশনাল এওয়ার্ড পাওয়া উচিৎ ভাইয়ায়া… দোয়া রইল।”

pori-moni-malek-afsary1

এদিকে সম্প্রতি পরী জানান, ‘অন্তর জ্বালা’র শুটিং শেষ না হলেই ভালো হতো। কারণ তিনি গুণী এ নির্মাতার সান্নিধ্য মিস করবেন।

জাজ মাল্টিমিডিয়ার ‘রক্ত’-এ মালেক আফসারী পরিচালনায় পরীর অভিনয়ের কথা ছিল। নির্মাণ সংক্রান্ত জটিলতা শেষ মুহূর্তে সরে দাঁড়ান এ পরিচালক।


মন্তব্য করুন