Select Page

পাগলা দিওয়ানা পরীমণি

পাগলা দিওয়ানা পরীমণি

Pori-Moni-32দুই ডজন ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসা পরীমণির প্রথম চলচ্চিত্র ভালোবাসা সীমাহীন মুক্তি পেয়েছে দুই সপ্তাহ আগে। ছবিটি খুব সফল না হলেও পরীমণিকে দর্শক গ্রহণ করেছে তার গ্ল্যামার এবং নায়িকাসুলভ বেশ কিছু গুণাবলীর কারণে – এমন বক্তব্য সিনেমাবোদ্ধাদের। ফলে পরীমণিকে নিয়ে যে সংশয় ছিল নির্মাতাদের তা অনেকটাই কেটে গেছে। নির্মাতাদের আরও স্বস্তি দেয়ার জন্য পরীমণির দ্বিতীয় ছবি মুক্তি পাচ্ছে এপ্রিলের প্রথম সপ্তাহে।

দ্বিতীয় ছবি ‘পাগলা দিওয়ানা’ পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। ছবিতে পরীমণির বিপরীতে আছেন সুদর্শন শাহরিয়াজ। মিজানুর রহমানের প্রযোজনা এবং পুতুল কথাচিত্রের পরিবেশনায় ‘পাগলা দিওয়ানা’ আগামী ৩রা এপ্রিল ঢাকাসহ সারা দেশে মুক্তি পাবে।

পরীমণিকে নিয়ে আশাবাদী পরিচালক সুমন। তিনি বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রোমান্টিক অ্যাকশন ছবিতে একজন নতুন নায়িকাকে দর্শকরা যেভাবে পছন্দ করেন, ‘পাগলা দিওয়ানা’ ছবিতে পরীমনিকে সেভাবেই উপস্থাপন করা হয়েছে। আমার বিশ্বাস, এ ছবিতেই পরীমনির মধ্যে একজন অন্যতম সেরা নায়িকাকে খুঁজে পাবে চলচ্চিত্র শিল্প।

পরীমণি অভিনীত একাধিক চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে রয়েছে ‘রানা প্লাজা’, ‘আরো ভালোবাসবো তোমায়’, ‘ধূমকেতু’, ‘নগর মাস্তান’, ‘ইনোসেন্ট লাভ’, ‘পুড়ে যায় মন’, ‘লাভার নাম্বার ওয়ান’ ইত্যাদি। সবাই ধারনা করছেন এসব ছবি পরীমনিকে তার কাঙ্খিত অবস্থানে নিয়ে যাবে।


১ টি মন্তব্য

মন্তব্য করুন