Select Page

পাগলের মতো ভালোবাসতে কক্সবাজারে অধরা

পাগলের মতো ভালোবাসতে কক্সবাজারে অধরা

odora-khan

কোনো ছবি মুক্তি না পেলেও ফেসবুকের কয়েকটি চলচ্চিত্র বিষয়ক গ্রুপে অধরা খান এখনো ভাইরাল। ১৭ আগস্ট থেকে প্রথম সিনেমা ‘পাগলের মতো ভালোবাসি’র নতুন লটের শুটিং শুরু করছেন অধরা।

এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন আসিফ নূরসুমিত। এদের মধ্য আসিফের প্রথম ছবি মুক্তির মিছিলে রয়েছে, অন্যদিকে সুমিতের একটি ছবি মুক্তি পেয়েছে। ‘পাগলের মতো ভালোবাসি’ পরিচালনা করছেন শাহীন সুমন

নির্মাতা শাহীন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা আগামীকাল কক্সবাজারে যাচ্ছি। ১৭ তারিখ থেকে টানা নয়দিন শুটিং করার কথা রয়েছে। এরই মধ্যে আমি ছবির অর্ধেক শুটিং শেষ করেছি। এই পর্যায়ে আরো ৩০ শতাংশ শুটিং শেষ হবে। বাকি শুটিং আগামী মাসে ঢাকায় করার ইচ্ছা আছে।’

pagoler-moto-valobashi-odora-asif-nur-sumit

‘পাগলের মতো ভালোবাসি’ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘বর্তমান সময়ে ভালো ছবির অভাব রয়েছে। গল্প ভালো না হলে ভালো ছবি হতে পারে না। অনেকেই মনে করেন তামিল গল্প নিয়ে ছবি বানালে দর্শক দেখবে। একটা কথা মনে রাখা উচিত, সব দেশের মানুষ নিজেদের ছবিতে নিজেদের দেশের গল্পই দেখতে চায়। আমার মনে হয় দেশের মানুষের জীবনের গল্প দেখতেই দর্শক হলে যায়। আমার এই ছবি দেখে দর্শক তৃপ্ত হবেন।’

এদিকে প্রথম ছবির কাজ শেষ হতে না হতেই আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অধরা খান। ‘রাগী’ নামের ছবিটি পরিচালনা করছেন মিজানুর রহমান মিজান।


মন্তব্য করুন