Select Page

পাত্রী খুঁজছেন শাকিব খান

পাত্রী খুঁজছেন শাকিব খান

Sakib-Khanবাংলা চলচ্চিত্রের এক নাম্বার নায়ক শাকিব খান বিয়ের জন্য পাত্রী খুঁজছেন। মনের মতো মেয়ে পেলেই বিয়ে করে ফেলবেন যেকোন মুহুর্তে। সম্প্রতি এক পত্রিকার সাথে সাক্ষাতকারে তিনি এ কথা জানান।

কবে বিয়ে করবেন এমন প্রশ্নের জবাবে শাকিব প্রথম আলোকে বলেন, ‘বিয়ে তো করে ফেলতে চাই। সমস্যা হচ্ছে, পাত্রী পাচ্ছি না। বাসা থেকেও পাত্রীর খোঁজ করা হচ্ছে। মনের মতো পাত্রীর সন্ধান মিললে যেকোনো সময় সবাইকে বিয়ের সুখবর দিতে পারব বলে আশা করছি।’

হবু পাত্রী বাছাইয়ে চাহিদা সম্পর্কেও কথা বলেছেন শাকিব খান। তিনি জানান, পাত্রী নিয়ে তার চাহিদা বেশি কিছু না। জীবনসঙ্গী হিসেবে এমন একজনকে তার দরকার, যে তাকে ভালোভাবে বুঝতে পারবে। তার পেশার প্রতি সম্মান দেখাবে। পছন্দ হয়ে গেলে বিদেশিনী কাউকে বউ হিসেবে ঘরে আনতেও শাকিবের আপত্তি নেই বলে জানিয়েছেন।

শাকিব খানের বিয়ে নিয়ে এখন অব্দি কম আলোচনা হলো না। অপু বিশ্বাসের সাথেও তার বিয়ের গুঞ্জন উঠেছিল। যদিও দুজনেই সেটাকে অস্বীকার করে বলেছেন শাকিব-অপুর সম্পর্ক শুধু মাত্র বন্ধুত্ত্বেই সীমাবদ্ধ।

 

 


মন্তব্য করুন