
মঙ্গল শোভাযাত্রায় চলচ্চিত্রের শ্যুটিং
বাংলা চলচ্চিত্রে বৈশাখ উদযাপন উপস্থাপিত হয়েছে অল্প কিছু চলচ্চিত্রে। মঙ্গল শোভাযাত্রাও খুব গুরুত্বপূর্ণভাবে উপস্থাপিত হয় নি। তবে সে খরা বোধহয় ঘুচতে যাচ্ছে। গেল পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় হাজারো মানুষের ভীড়ে একটি চলচ্চিত্রের দৃশ্য ধারন করা হয়েছে।
কঠিন এ কাজটি করেছেন পরিচালক রেদওয়ান রনি। তার পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র আইসক্রিমের জন্য এ অসাধ্য সাধন করেছেন তিনি।
রীতিমতো এক বছরের পরিকল্পনার পরই পহেলা বৈশাখের বিশাল জনসমুদ্রের মধ্যে এই দৃশ্য ধারণ করা সম্ভবপর হলো।
বর্ষবরণে বাঙালির ঐতিহ্যকে সিনেমার মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে এ শুটিং পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন ছবির পরিচালক। শুটিংয়ে অংশ নিয়েছেন নবাগত রাজ, তুষি ও উদয়। উল্লেখ্য, গত মাসের ৫ তারিখ সেন্ট মার্টিনে আইসক্রিম ছবির শুটিং শুরু হয়েছে।