Select Page

পাপ করলে শাস্তি পেতে হবেই, স্বপ্নজালের ইউএসপি

পাপ করলে শাস্তি পেতে হবেই, স্বপ্নজালের  ইউএসপি

স্বপ্নজাল শুধু একটি নিটোল প্রেমের গল্প নয়, দর্শক সিনেমাটিতে প্রেম ছাড়াও আরেকটি গুরুত্বপুর্ণ বিষয় দেখতে পারবে। ”পাপ-বোধ”। আমরা বাংলা সিনেমায় দেখতাম খুন করলেই ভিলেনকে ধরে নিয়ে যেত পুলিশ সিনেমার শেষে। স্বপ্নজাল এও তাই হয়েছে একটু অন্যরকম ভাবে।

একটা মানুষকে খুন করার পর তার ভেতরের পশুত্বটাও যা আস্তে আস্তে বেড়াল হয়ে যায়। খুন করেও খুনি আরেকটা খুনের চিন্তা না করে কিভাবে সে পাপ করেছে সে পাপ মোচন করা যায় বা তার মধ্যে পাপবোধ গভীরভাবে কাজ করে তাই স্বপ্নজালের পরিচালক সুন্দরভাবে দেখিয়েছেন।

এর পাশাপাশি দুটো যুবক-যুবতীর গভীর প্রেম যা কোন বাধাই মানে না। কিন্তু অবশেষে তারা কোন এক জালে জড়িয়ে যায় সেটিই স্বপ্নজাল। এখন কিছু হলে চলছে দেখে আসতে পারেন এই অসাধারন মৌলিক গল্পের বাংলা সিনেমা।


মন্তব্য করুন