Select Page

পারিশ্রমিক কমিয়ে ৭ লাখ করছেন মাহি

পারিশ্রমিক কমিয়ে ৭ লাখ করছেন মাহি

‘ঢাকা অ্যাটাক’-এর পর কোনো হিট সিনেমা নেই মাহিয়া মাহির। তারপরও ঢালিউডের সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকা তিনি। জানালেন, করোনা পরিস্থিতিতে পারিশ্রমিক কমাতে যাচ্ছেন।

শাকিব খানের এক-তৃতীয়াংশ পারিশ্রমিক কমানোর ঘোষণা থেকে ঢাকার ইন্ডাস্ট্রিতে বিষয়টি নতুন আলোচনা তুলেছে। একাধিক তারকা এ বিষয়ে সায় দিয়েছেন।

একটি সংবাদমাধ্যমকে নিজের সিদ্ধান্ত জানান মাহি। বললেন, এত দিন ১০ লাখ টাকা পারিশ্রমিক হাঁকালেও এখন থেকে ৩ লাখ কমিয়ে ৭ লাখ নেবেন।

মাহিয়া মাহি বলেন, ‘করোনার কারণে সবকিছু থমকে গেছে। এমন বিপর্যয় কবে নাগাদ কাটবে তা জানি না। ভবিষ্যতে কী হবে সেটাও বলা যাচ্ছে না। সিনেমা হলের পরিবেশ আবার কবে স্বাভাবিক হবে সেটাও প্রশ্নবিদ্ধ। আর পারিশ্রমিকের বিষয়টি নিয়ে আমি আগে থেকেই ভাবছি। করোনার এই সময়ে আমাদের সবারই উচিত চলচ্চিত্রের পাশে দাঁড়ানো। যে কারণে আমি ৩০ শতাংশ পারিশ্রমিক কমানোর সিদ্ধান্ত নিয়েছি। এত দিন আমি একটি সিনেমায় ১০ লাখ টাকা নিয়েছি। এখন থেকে সাত লাখ টাকা নেব। আমাদের প্রত্যেকেরই নিজস্ব লাইফস্টাইল রয়েছে। সবদিকই মেনটেইন করতে হয়। তবু চলচ্চিত্রের প্রয়োজনে সর্বোচ্চ ছাড় দিতে আমি প্রস্তুত।’

মাহির ক্যারিয়ারে সবচেয়ে নিন্দিত বছর ছিল ২০১৯ সাল। কয়েকটি মানহীন সিনেমায় দেখা গেছে তাকে। চলতি বছরে স্বপ্নবাজি, ব্ল্যাড ও নবাব এলএলবি-সহ কয়েকটি বড় বাজেট ও তারকার সিনেমায় অভিনয় করবেন বলে জানা গেছে।


মন্তব্য করুন