Select Page

পাল্টা জবাব মিমের, বিস্তারিত জানালেন পরী

পাল্টা জবাব মিমের, বিস্তারিত জানালেন পরী

ঝামেলাটা প্রকাশ্যে এসেছিল ‘দামাল’ সিনেমার প্রেস মিটে শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম হাত ধরাধরি করে উপস্থিত হন। স্ট্যাটাস দিয়ে নিজের বিরক্তি প্রকাশ করেন পরীমণি। এরপর পাল্টা স্ট্যাটাস মিম, তবে পরীর পাল্টা জবাব দিয়েছেন এমন খবর অস্বীকার করেন। এখন সরাসরি ট্যাগ করে একই পোস্টে স্বামী রাজ, মিম ও নির্মাতা রায়হান রাফীর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন পরী।

মিম ও রাজের মধ্যে বিয়েবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে গত বুধবার রাতে ফেসবুকে পোস্ট করেন পরী। পোস্টে রায়হান রাফিকে দালাল বলেও মন্তব্য করেন এই চিত্রনায়িকা। এরপর পাল্টা জবাব দেন মিম।

১০ নভেম্বর ছিল মিমের জন্মদিন। মধ্যরাতে যখন তিনি কেক কাটছিলেন তখন পরীমনি তিনজনকে ট্যাগ করে পোস্ট দেন। মিমকে মেনশন করে লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল’! নির্মাতা রাফীকে মেনশন করে বলেন, ‘সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি!’ আর সর্বশেষ ছিল রাজ প্রসঙ্গ, ‘এটা এতদূর গড়াতে দেয়া উচিত হয়নি তোমার।’

পরীর এমন প্রতিক্রিয়ার দশ ঘণ্টা পর দুপুরে মুখ খোলেন বিদ্যা সিনহা মিম। তিনি বলেন, ‘কখনোই নিজের পেশাদার জীবনের সঙ্গে এমন কিছু যুক্ত করতে দেইনি, যা আমার পথচলাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আমি জানি আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কী। বেড়ে উঠেছি কোন ধরনের পারিবারিক আবহে, আমার চারপাশটা কেমন। এখন যে বা যারা কোনও প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানা নেই। তবে এসবের বাড়াবাড়ি হলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করবো।’

‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার সফলতায় বিভ্রান্ত হয়ে পরীমণি এমনটা করছে বলেও ইঙ্গিত দেন মিম। বলেন, ‘‘দুই ছবির আকাশছোঁয়া সাফল্য আমাকে স্বার্থহীন ভালোবাসায় ভাসাচ্ছে। আমি আপ্লুত, অভিভূত। বলতে পারি জীবনের সেরা সময় পার করছি। ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে। ‌‌‘পরাণ’ ও ‘দামাল’ যে ভালোবাসা আমাকে দিচ্ছে, দেড় দশক আগে ঠিক একইরকম ভালোবাসায় সবাই আমাকে লাক্স চ্যানেল আই সুপারস্টার বানিয়েছে। সবার ভালোবাসাকে গুরুদায়িত্ব হিসেবে মেনে নিয়ে আমি আমার পেশাদার অভিনয় জীবন গড়ে তোলার চেষ্টা করেছি, করে যাচ্ছি, আগামীতেও করে যাবো।’’

মিম জানান, অভিনয়ের পাশাপাশি বাংলাদেশে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিলের (ইউনিসেফ) জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে তিনি কাজ করছেন। শিক্ষক বাবার আদর্শ ও তার মায়ের শেখানো সততাকে সঙ্গী করে দারুণ কিছু কাজ করার চেষ্টা করছেন প্রতিনিয়ত। তাই, কারও মনগড়া কথায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছেন ভক্তদের প্রতি।

বলতে ভোলেননি সংবাদকর্মীদেরও। মনে করিয়ে দিলেন আইনের কথাও। মিম বলেন, ‘আমার এই দীর্ঘ পথচলায় সংবাদকর্মী ভাইয়েরা সবসময় আন্তরিক সহযোগিতা করেছেন। আপনারাই আমার যাবতীয় কাজ, ভাবনা-চিন্তা সঠিক ও সুন্দরভাবে ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে তুলে ধরেছেন। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, কোনও ধরনের যাচাই-বাছাই না করে বিভ্রান্তিকর কোনও খবর ছড়াবেন না। কোনও ইউটিউব কিংবা নিউজ পোর্টাল যদি আমাকে জড়িয়ে কোনও ধরনের ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্টা করে, তাহলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হবো।’

এ দিকে একইদিন রাতে আবার মুখ খোলেন পরীমণি। বিস্তারিত জানাতে গিয়ে বলেন, মিমের সঙ্গে রাজ গভীর রাত পর্যন্ত চ্যাটিং করে। যা পরীর সংসার লাইফে প্রভাব ফেলছে।

গতকাল ১০ নভেম্বর রাতে এক স্ট্যাটাসে পরীমণি মিমের উদ্দেশ্যে বলেন, ‘কিছু বিষয় ক্লিয়ার করি, এই যে মিম বললা আমি জেলাসি করলাম তোমার সাথে! এটা ১০ জন আননোন লোকে বলতেই পারে কিন্তু তুমি কি করে এটা বলো? যেখানে পরান রিলিজের পর সবখানে আমি বলে আসছি রাজের সাথে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে। এটা তোমরাও চাও। তোমার মাও সেদিন আমাদের লিভিং রুমে আমার সাথে এই বিষয় নিয়ে কতো কথা বলল। এই তো সেদিন ইনফিনিটি সিজন ২ এর জন্যে তোমাকে নক দিলাম আমি। কি করে ভুলে গেলি রে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাইকে বললাম রাজ আর মিম কে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই।’

মিমের কারণে পরীমণির সংসারে ঝামেলা হচ্ছে উদ্দেশ্য করে পরীমণি বলেন, ‘কিন্তু বিশ্বাস করো ভাই মিম, রাজের সঙ্গে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালের তিন মাসের হল রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত দিন। বিশ্বাস করো তোমাদের এই মাঝ রাত্তিরের ফোন আলাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারারাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো। আর এই যে জাজমেন্টাল যারা রয়েছেন তাদের একটু দেখা উচিত আমি সত্যিই কতোটা জেলাস ছিলাম।’

এদিকে বিষয়টি নিয়ে নির্মাতা রায়হান রাফী বলেন, ‘পরীমণির স্ট্যাটাস দেখেছি। তিনি কেন এমনটা করলেন সে বিষয়ে বলতে চাচ্ছি না। তবে এতটুকু বলব, রাজ ও মিমের ভেতর তেমন কিছুই ঘটেনি। পরীমণি মিম ও রাজকে সন্দেহ করছেন। সে তার সন্দেহ থেকেই এমন স্ট্যাটাস দিয়ে থাকতে পারেন। আর এ বিষয়ে আমি আগামীকাল কথা বলব।’

সম্প্রতি রায়হান রাফীর পরিচালনায় ‘পরাণ’ ও ‘দামাল’ নামে দুটি সিনেমা মুক্তি পায়। সেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন রাজ ও মিম।


মন্তব্য করুন