Select Page

মিশা এগিয়ে চলেছেন

মিশা এগিয়ে চলেছেন

2013-06-07-16-28-46-51b20a3e47cff-10মিশা সওদাগর। যার রেকর্ডে আছে আটশয়ের মতো ছবি। বাংলা ভাই, ঢাকাইয়া মাস্তান, লাল চোখ…সব মিলিয়ে প্রায় পঞ্চাশের অধিক খলনায়ক-প্রধান চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই শুক্রবার ঢাকাসহ বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি রোমিও ২০১৩

জসিম, সালমান শাহ, মান্না থেকে ইমন, আরেফিন শুভ, বাপ্পী পর্যন্ত ২০ বছরেরও বেশি সময় ধরে অভিনয় করছেন। সম্প্রতি তিনি বলেন, এমন কোনো নায়ক বোধ হয় নেই, যাঁর সঙ্গে আমি অভিনয় করিনি। এত বছরে একটা অবস্থান তৈরি হয়ে গেছে। এখন পর্দায় শুধু নায়কের উপস্থিতি না, আমার উপস্থিতিতেও দর্শক তালি দেয়। বলে ‘ওই যে, মিশা আসছে!’

তিনি খলচরিত্রের স্বাধীনতা দারুনভাবে উপভোগ করেন। তার মতে, খলনায়কের চরিত্র অনেক স্বাধীন। একজন নায়কের অনেক রকম বিধিনিষেধ থাকে। সুন্দর করে কথা বলতে হবে, দু-চারটা প্রেমের সংলাপ বলতে হবে। সে ক্ষেত্রে খলচরিত্রে নিজেকে তৈরি করা যায় স্বাধীনভাবে, নিজের ইচ্ছামতো।

তার জন্য কঠিন ছিল ‘প্রিয়া আমার প্রিয়া’ ছবির চরিত্রটি। তিনি বলেন, আমার চরিত্র একজন সৎ পুলিশ অফিসারের। যে নিজের বোনকে খুব ভালোবাসে। এই চরিত্রে অভিনয় করতে গিয়ে আমার মাথায় বাজ! দীর্ঘদিন খলচরিত্র করছি। এই চরিত্রটা অন্য রকম। জোরে কথা বলা যাবে না, বোনের মাথায় তেল দিয়ে দিতে হবে, স্কুলের জন্য রেডি করাতে হবে। অনেক ভেবেচিন্তে চরিত্রটা করেছি।

খলনায়কের চরিত্রে অভিনয় করলেও তার সামনে চ্যালেঞ্জ কম নয়। তিনি অনেককে নিয়ে আশাবাদী হয়ে বলেন, শহীদুজ্জামান সেলিম, মিলন, শতাব্দী ওয়াদুদ, শাহরিয়ার জয়…অনেকেই কিন্তু এখন নায়ক থেকে খলনায়কের চরিত্রে অভিনয় করছে। একসময় যেটা বাংলা চলচ্চিত্রে দেখা যায়নি। আমরা সে অবস্থান তৈরি করেছি।

সুত্র: প্রথম আলো


মন্তব্য করুন