Select Page

পাল্টে গেছেন ওমর সানি

পাল্টে গেছেন ওমর সানি

omar Saniছয়মাস আগেও ওমর সানির যে বিশাল বপু ছিল তা এখন আর নেই, প্রায় আপাদমস্তকই পাল্টে গেছেন তিনি। প্রথম যখন নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন, এখন ঠিক সেরকম স্লিম, ফিট এবং স্মার্ট হিসেবে উপস্থিত হয়েছেন। নতুন রূপে আবারও নায়ক চরিত্রে পর্দায় ফেরার লক্ষ্য নিয়েই ওমর সানির এই পরিবর্তন।

সম্প্রতি কাতারে অনুষ্ঠিত সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মৌসুমীর সঙ্গে ওমর সানির প্রাণবন্ত উপস্থিতি ও চমৎকার পারফরমেন্স চ্যানেল আই পর্দায় যারা দেখেছেন তারাই বিস্মিত এবং মুগ্ধ হয়েছেন নতুন ওমর সানিকে দেখে।ওমর সানি নিজেও তার কিছুদিন আগের অবস্থাকে নিজের ভুল হিসেবে স্বীকার করে নিয়েছেন এবং নিজেকেই দায়ী করেছেন। তবে স্ত্রী মৌসুমী, পুত্র ফারদিন এবং কন্যা ফাইজার উৎসাহে অনুপ্রাণিত হয়ে আবারও আগের ওমর সানিতে রূপান্তরিত হতে চান তিনি।

শারীরিক এই পরিবর্তনের সাথে সাথে পর্দায়ও আবারও ফিরছেন ওমর সানি। সম্প্রতি ‘প্রবাসীর প্রেম’ চলচ্চিত্রের শ্যুটিং শেষ করে ফিরেছেন দক্ষিণ আফ্রিকা থেকে। সোহানুর রহমান সোহানের পরিচালনায় মৌসুমীর নায়ক হিসেবে অভিনয় শুরু করবেন শীঘ্রই।

সূত্র: http://mzamin.com/details.php?mzamin=MjA4NQ==&s=NQ==


মন্তব্য করুন