Select Page

পিকনিক : প্রথমবার শুভ-ববি

পিকনিক : প্রথমবার শুভ-ববি

কয়েক বছর আগে ‘পিকনিক’ নির্মাণের ঘোষণা দেন ইফতেখার চৌধুরী। এবার সিনেমাটি নির্মাণ হবে— এমনটা শোনা যাচ্ছে। বরাবরের মতো নায়িকা থাকছেন ইয়ামিন হক ববি। তার বিপরীতে নাকি অভিনয় করবেন আরিফিন শুভ।

আর এ সিনেমার মাধ্যমে ‘অগ্নি ২’ এর আবারো জাজ মাল্টিমিডিয়ায় ফিরছেন ইখতেখার।

রাইজিং বিডিকে একটি সূত্র জানায়, ঈদের পরই যুক্তরাষ্ট্রে ‘পিকনিক’-এর দৃশ্যায়ন শুরু হবে। পুরো শুটিং সেখানেই হবে। বর্তমানে চলছে প্রি-প্রডাকশন।

এর আগেও সিনেমাটির পুরো শুটিং যুক্তরাষ্ট্রে হবে বলে ঘোষণা দেন জাজের কর্ণধার আব্দুল আজিজ।

এ সিনেমা নির্মাতা ইফতেখার চৌধুরী বলেন, ‘‘পিকনিক’ সিনেমাটি নির্মাণের ঘোষণা অনেক আগেই দিয়েছি। কিন্তু তখন প্রযোজনা কে করবে ঠিক ছিল না। আজিজ ভাই সিনেমাটি প্রযোজনা করতে এগিয়ে এসেছেন। আমার উপর আস্থা রেখে বিনিয়োগ করছেন, এজন্য আজিজ ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।”

ইফতেখার চৌধুরী ‘খোঁজ দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গণে পা রাখেন। তার পরিচালিত অন্য সিনেমার মধ্যে রয়েছে ‘অগ্নি’, ‘অগ্নি ২’, ‘দেহরক্ষী’, ‘অ্যাকশন জেসমিন’, ‘ওয়ান ওয়ে’ ও ‘বিজলী’। মুক্তির অপেক্ষায় আছে ‘মাল্টা’ ও ‘নীলিমা’।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares