Select Page

পিছিয়ে গেল ‘আকাশ কত দূরে’

দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে চলচ্চিত্রাঙ্গনও অস্থির হয়ে আছে। ডিসেম্বর মাসে এখন পর্যন্ত কোন ছবি মুক্তি পায় নি এবং কোন ছবি মুক্তির সম্ভাবনাও দেখা যাচ্ছে না। মুক্তির তারিখ ঠিক করা থাকলেও বর্তমান পরিস্থিতিতে মুক্তির তারিখ পিছিয়ে দেয়ার তালিকায় যুক্ত হয়েছে সামিয়া জামান পরিচালিত ‘আকাশ কত দূরে’র নাম।

গত ৬ ডিসেম্বর ছবিটি মুক্তির তারিখ নির্ধারিত ছিল। কিন্তু চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে মুক্তির তারিখ পিছিয়ে দেয়া হয়েছে। ‘আকাশ কত দূরে’ ছবিটি প্রযোজনা করেছে ভার্সা মিডিয়া এবং ইমপ্রেস টেলিফিল্ম। সরকারী অনুদানে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি।

‘আকাশ কত দূরে’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও গীত রচনা করেছেন জুলফিকার রাসেল। অভিনয় করেছেন রাজ্জাক, শর্মিলী আহমেদ, মোস্তফা প্রকাশ, ফারিয়া হোসেন, মিশা সওদাগর, অঙ্কন প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু ও বেলাল খান।

উল্লেখ্য, কিছুদিন আগেই দিল্লীতে নারী চলচ্চিত্র নির্মাতাদের একটি উৎসবে আকাশ কত দূরে প্রদর্শিত হয়।

সূত্র: প্রথম আলো


মন্তব্য করুন