Select Page

পিয়া বিপাশাই ছেড়েছেন ‘রাজনীতি’

পিয়া বিপাশাই ছেড়েছেন ‘রাজনীতি’

অশোভন প্রস্তাবের কারণে বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ থেকে সরে দাঁড়ালেন নবাগত নায়িকা পিয়া বিপাশা। তিনি জানান, ছবির নায়ক তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করাসহ ঘুরতে যাওয়ার প্রস্তাব দেন। তাই ‘রাজনীতি’তে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন। খবর যুগান্তর

এ সিনেমায় আরো অভিনয় করছেন শাকিব খানজায়েদ খান

সম্প্রতি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয় চুক্তিভঙ্গের কারণে ‘রাজনীতি’ থেকে পিয়া বিপাশাকে বাদ দেয়া হয়েছে। সেখানে বলা হয়, ‘রাজনীতি’ মুক্তির আগে পিয়া নাকি কোনো নতুন ছবিতে কাজ করতে পারবেন না।

বিষয়টির সত্যতা অস্বীকার করে পিয়া বলেন, ‘বাইরে কাজ করতে পারব না, এমন কোনো কিছু চুক্তিতে লেখা ছিল না। আমার সঙ্গে করা যায় না এমন কিছু ঘটনা ঘটায় আমি নিজেই ছবিটি করছি না।’

তিনি আরও বলেন, ‘ইন্ডাস্ট্রিতে আমি নতুন। ভালো কাজ করতে এসেছি। এখানে এসে কোনো ধরনের পলিটিক্সের মধ্যে পড়তে রাজি নই। আমাকে নিয়ে পলিটিক্স হচ্ছে। কোনো নায়কের অশোভন আচরণ মেনে নিয়ে কাজ করার ইচ্ছা আমার নেই। তিনি যেই হোন না কেন। প্রথম সারির একজন নায়ক এমন অশোভন প্রস্তাব দিতে পারেন সেটা আমার জানা ছিল না। তাছাড়া সবকিছু মেনে নিয়ে আমি যদি ছবিটি করতামও তবুও এর কাজ কোনোদিন শেষ হতো বলে আমার মনে হয় না। কারণ এ ছবি নিয়ে বেশ পলিটিক্স হচ্ছে।’

এ দিকে বলা হচ্ছে, হাতে সিনেমা না থাকা অপু বিশ্বাসকে ইন করানোর জন্যই পিয়া বিপাশার সঙ্গে এমন আচরণ করা হয়েছে। এ মুহূর্তে অপু থাইল্যান্ডে রাজাবাবু ছবির শুটিং করছেন। ওখান থেকে দেশে ফিরলে তার সঙ্গে চুক্তি করা হবে।

এর আগে নির্মাতা বুলবুল বিশ্বাস এই অভিনেত্রীকে সিনেমা থেকে বাদ দেয়ার বিষয়টি সরাসরি স্বীকার করেননি। আকার-ইঙ্গিতে জানান, পিয়া বিপাশাকে বাদ দেয়া হচ্ছে।

 


Leave a reply