Select Page

ডিজিটাল সালমান শাহ

ডিজিটাল সালমান শাহ

ঢাকাই সিনেমার নায়কদের সালমান শাহ অন্তত একটি বিষয়ে অনন্য। অগণিত দর্শক ভালোবাসা পেয়েছেন তিনি। মৃত্যুর ১৮ বছর পরও তা কমেনি, বরং বেড়েছে। ওই সময় সিনেমা বোঝার বয়স হয়নি, এমন অনেকের কাছে সালমান এখন প্রিয় নায়ক।

ভক্তদের জন্য সুখবর নিয়ে এসেছেন কয়েকজন প্রযোজক। সালমান শাহ অভিনীত ছবিগুলো ডিজিটাল ফরম্যাটে নতুন করে প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান তারা।

সালমান শাহর সিনেমা এখনো হলে গিয়ে দর্শক দেখবে— এটাও প্রমাণিত বিষয়। মাস কয়েক আগে ঢাকার পদ্মা সিনেমায় মুক্তি পায় সালমান শাহ অভিনীত ‘দেনমোহর‘। দর্শকরা ছবিটি লুফে নেন। আর এটা দেখেই প্রযোজকদের এই সিদ্ধান্ত।

এ বিষয়ে সিনেমাটির প্রযোজক ও পরিচালক শফি বিক্রমপুরী কালের কণ্ঠকে বলেন, “সালমান শাহর ভক্ত এখনো অনেক। প্রিয় নায়কের ছবি বারবার দেখতে চান তাঁরা। ঢাকাসহ বিভিন্ন জেলা শহরেও মুক্তি দেওয়া হয়েছে ‘দেনমোহর’। প্রতিটি প্রেক্ষাগৃহেই দর্শকদের ভিড় চোখে পড়ার মতো। আমার মনে হয়, সালমান অভিনীত যেকোনো ছবি যদি নতুন ফরম্যাটে মুক্তি দেওয়া হয়, তাহলে আবার দর্শকপ্রিয়তা পাবে। আমি প্রযোজকদের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছি।”


১ টি মন্তব্য

মন্তব্য করুন