Select Page

পুত্রের শেষদিনে শাকিব-জয়া

পুত্রের শেষদিনে শাকিব-জয়া

Shakib-Joya

‘প্রেমদৈর্ঘ্য প্রেম কাহিনী’ সিরিজের পর ফের একসঙ্গে অভিনয় করেছেন শাকিব খানজয়া আহসান। তাদের সঙ্গে থাকবেন শিশুশিল্পী লাজিম।

পরিচালক সাইফুল ইসলাম মান্নু গাজীপুরে সেট ফেলে বৃহস্পতিবার করছেন ছবিটির শেষদিনের শুটিং। সকাল থেকে রাত অবধি শুটিং শেষ করবেন। সেখানে অংশ নেবেন জনপ্রিয় দুই তারকা।

তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনায় চলচ্চিত্রটির সার্বিক তত্ত্ব্বাবধানে রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।

অটিস্টিকদের গল্প নিয়ে দেশে নির্মিত প্রথম চলচ্চিত্র চলচ্চিত্র ‘পুত্র’। ১৮ অক্টোবর থেকে চ্যানেল আইয়ের নিজস্ব স্টুডিওতে শুরু হয় শুটিং। গাজীপুর এবং রাজবাড়ীর বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে। আরো অভিনয় করেছেন ফেরদৌস, শেওতি, লায়লা হাসান, সাবেরী আলম, আহসান হাবীব নাসীম, শর্মী মালা, করভী মিজান প্রমুখ।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares