Select Page

পুরস্কারে শুভ সূচনা ‘বাড়ির নাম শাহানা’র

পুরস্কারে শুভ সূচনা ‘বাড়ির নাম শাহানা’র

সিনেমা হলে মুক্তির প্রক্রিয়া এখনো প্রকাশ্যে আসেনি, তবে উৎসবের অফিসিয়াল তালিকায় ইতিমধ্যে নাম উঠেছে লীসা গাজী পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘বাড়ির নাম শাহানা’র। সেখানেই শুভ সূচনা হলো।

সম্প্রতি জিও মামি মুম্বাই চলচ্চিত্র উৎসবে ‘জেন্ডার সেনসিটিভিটি অ্যাওয়ার্ড’ জিতল ‘বাড়ির নাম শাহানা’। ভারতের চলচ্চিত্র সমালোচক গিল্ডের সিদ্ধান্তে সিনেমাটি এ পুরস্কার জিতেছে। এ উৎসব ছাড়াও বিএফআই লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, বার্মিংহাম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, ইয়র্কশায়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হচ্ছে বলে প্রযোজনা সংস্থা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 ‘বাড়ির নাম শাহানা’ বিবাহবিচ্ছেদকারী এক নারীর গল্প বলে, যে নিজের মতো করে বাঁচার স্বপ্ন দেখে। সত্য কাহিনি অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি নব্বইয়ের দশকের বাংলাদেশের এক রক্ষণশীল মফস্‌সলের আবহের বিপরীতে দৃঢ়চেতা এক নারীর বেঁচে থাকার পথ অন্বেষণ করে।

চলচ্চিত্রটির প্রধান চরিত্র দীপা, যে কোনোভাবেই চায় না বিচ্ছেদের পর পরিবার বা সমাজ তার জীবনকে নিয়ন্ত্রণ করুক। রক্ষণশীল শহরে বড় হওয়ার পরও দীপা সমাজের কূপমণ্ডূকতা পুরোপুরি অস্বীকার করে নিজের মতো করে বেঁচে থাকতে চায়।

সিনেমাটি নিয়ে পরিচালক লীসা গাজী বলেন, ‘নব্বইয়ের দশকের বাংলাদেশে তালাকপ্রাপ্ত নারী হিসেবে আমি নিজেও প্রচুর সামাজিক কুসংস্কার ও অন্যায়ের শিকার হয়েছি। ফলে আমি বেশ ভালোভাবেই জানি যে তালাকপ্রাপ্ত নারীরা কীভাবে নিজের ঘরে এবং পরিবারে নৈমিত্তিক নিষ্ঠুরতার শিকার হন, প্রতিনিয়ত উপেক্ষিত হন, যা প্রায় সমাজচ্যুত হওয়ারই নামান্তর।

এতসব প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েও যেসব নারী নিজেদের চলার পথ নিজেরা তৈরি করেন, তাঁদের সাহস এবং আবেগমথিত জটিল গল্পগুলো সব সময়ই আমাকে উদ্বুদ্ধ করেছে, তাঁদের সেসব গল্প আমি বলতে চেয়েছি। “বাড়ির নাম শাহানা” বিষণ্ন করা ছবি নয়; বরং ছবিটি জীবনের জয়গানে মুখর।’

ছবির বেশির ভাগ চিত্রগ্রহণ করা হয়েছে বাংলাদেশের একটি মফস্‌সল শহরে। কিছু অংশের শুটিং হয়েছে যুক্তরাজ্যের একটি ছোট শহরে। গল্পের সময় ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে ছবিটি ডাবিং ছাড়াই অন-লোকেশন সাউন্ড নির্মিত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

লীসা গাজীর সঙ্গে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য করেছেন আনান সিদ্দীকা।

কমলা কালেকটিভ ও গুপী বাঘা প্রোডাকশন লিমিটেড প্রযোজিত সিনেমাটিতে দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দীকা। এ ছাড়া আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নী প্রমুখ।


মন্তব্য করুন