Select Page

পূর্ণিমা’র দেখা মিলল

পূর্ণিমা’র দেখা মিলল

image_1473_357366.gifঅনেকদিন ধরে পূর্ণিমার সাথে যোগাযোগ করতে পারছিলেন না চলচ্চিত্র ও মিডিয়া সংশ্লিষ্টরা। এই নিয়ে লেখালেখি ও গুঞ্জন কম হয়নি।

অবশেষে পূর্ণিমার দেখা মিলল একটি বিজ্ঞাপন চিত্রের সেটে।

সম্প্রতি আহমেদ ইউসুফ সাবেরের নির্দেশনায় সয়াবিন তেলের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তিনি।

পূর্ণিমা জানান, এই ঈদে দু’টি এক পর্বের নাটকে অভিনয় করছেন তিনি। ‘আয় খুকু আয়’ নির্মাণ করেছেন রাজিবুল ইসলাম, ‘আমার আকাশে তোমার জোছনা’ বানিয়েছেন নুজহাত আলভী আহমেদ।

বড়পর্দায় অভিনয় কমিয়ে দেওয়া প্রসঙ্গে তিনি বললেন, ‘চলচ্চিত্রে এখন জৌলুস কমে গেছে। ছবিতে অভিনয় করে এখন আর প্রাণ পাই না। এক সময় অনেক কাছ থেকে চলচ্চিত্র দেখেছি, এখন না হয় কিছুটা দূরে থেকে দেখি!’

পাণ্ডুলিপি পছন্দ হলে সব মাধ্যমে কাজ করবেন জানিয়ে বলেন, ‘আমি কম কিন্তু মানসম্পন্ন কাজ নিয়েই সন্তুষ্ট থাকতে চাই।’

সুত্র: সমকাল


মন্তব্য করুন