Select Page

‘পেয়ারার সুবাস’ ছড়াচ্ছে!

‘পেয়ারার সুবাস’ ছড়াচ্ছে!

jaya-ahsanনূরুল আলম আতিক। তার নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’। আগামী বছর আসবে। খুবই অল্প কিছু ক্লিপ দেখার সৌভাগ্য হয়েছে এবং আমার শ্বাস বন্ধ হয়ে গেছে! এত দূর্দান্ত! আমি গরীব মানুষ কিন্তু অত্যন্ত বিনয়ের সাথে লিখে দিলাম, এই সিনেমা পৃথিবীর সিনেমা হিস্ট্রিতে হীরকছটা ছড়াবে! ‘পেয়ারার সুবাস’ পুরোটা না নেওয়া পর্যন্ত আর কোনো সুবাস নাকে আসবে না!”

উপরের কথাগুলো নির্মাতা তাসমিয়াহ্ আফরিন মৌ’র। নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ নিয়ে ফেসবুকে এমনটা বলেছেন। এর মাধ্যমে  সিনেমাটি নিয়ে প্রথমবার কারো অভিজ্ঞতা জানল দর্শক।

চলতি বছরের জুনে ‘পেয়ারার সুবাস’র দৃশ্যায়ন শুরু হয়। অভিনয় করছেন জয়া আহসান, তারিক আনাম খান প্রমুখ। আতিক আরো নির্মাণ করছেন সরকারি অনুদানের সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’।

এদিকে ২৮ নভেম্বর ফ্রান্সে শুরু হতে যাওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ‘তুউস ক্যুর’র ৩৪তম আসরে উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে মৌ’র চলচ্চিত্র ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’র। এ উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ছবিটি। এতে অভিনয় করেছেন আলী আহসান ও দোয়েল।


মন্তব্য করুন