Select Page

পোস্টারেই গলাকাটা ‘রাজকুমার’…

পোস্টারেই গলাকাটা ‘রাজকুমার’…

rajkumar1

পরপর বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আছেন বাপ্পী। সম্প্রতি মহরত হলো সাফি উদ্দিন সাফির ‘রাজকুমার’-এর। তাতেই ধরা পড়ল নকল।

সিনেমাটির গল্প এখনো ফাঁস হয়নি। তবে বাপ্পীকে নিয়ে নির্মিত ফার্স্টলুক পোস্টারটি দক্ষিণ ভারতীয় সিনেমা থেকে হুবহু মেরে দেওয়া।

এ নিয়ে সাফির ফেসবুক অ্যাকাউন্টে রোহান রাফি নামে একজন ছবিসহ কয়েকটি মন্তব্য করেছেন। কিন্তু নির্মাতার পক্ষ থেকে কোনো উত্তর মেলেনি।

‘রাজকুমার’-এ দ্বিতীয়বারের মতো জুটিবদ্ধ হয়েছেন বাপ্পী ও নবাগতা মুগ্ধতা। এর আগে একই পরিচালকের ‘মিসডকল’-এ অভিনয় করেন তারা।

‘রাজকুমার’র চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির বাবু। তিনি মূলত কপি-পেস্ট লেখক হিসেবে পরিচিত। ‘রাজকুমার’র শুটিং শুরু হবে ঈদুল ফিতরের পর। থ্রি ঈগল মুভিজ প্রযোজিত সিনেমাটিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে অমিত হাসানকে।


মন্তব্য করুন