Select Page

পোস্টারে ‘পদ্মপুরাণ’

পোস্টারে ‘পদ্মপুরাণ’

এক নারী পানির মধ্যে দাঁড়িয়ে আছেন। তিনি অন্তঃসত্ত্বা। মাথায় চুল নেই, হাতের নখ বড় বড়। এই হলো ‘পদ্মপুরাণ’ ছবির পোস্টার। যার নামের ওপর ছোট ছোট শব্দে লেখা ‘হার না মানা নদীর গল্প’।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে প্রকাশ পেয়েছে ছবিটির পোস্টার।

‘পদ্মপুরাণ’ ছবিতে একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী চম্পা ও শম্পা রেজাকে। মাদক ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন চম্পা। আর শম্পা রেজা তৃতীয় লিঙ্গের প্রধানের চরিত্রে অভিনয় করেছেন। আর পোস্টারের নজরকাড়া এই নারী নবাগতা সাদিয়া মাহি। তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ছবি।

পদ্মাপুরাণ’ সিনেমার গল্প নদীর পারের মানুষদের ঘিরে। একটা সময় নদীর পানি কমে যাওয়ার সঙ্গে বদলে যেত থাকে তাদের জীবন। নদীকে নির্ভর করে যাদের জীবিকা তারা নদীর পানি কমে যাওয়ায় অভাবের মুখে পড়েন। দেখা দেয় বিভিন্ন সমস্যা। এই গল্পে তাই ফুটিয়ে তোলা হয়েছে।’

এতে আরো অভিনয় করেছেন  শিমুল খান, ডন, কায়েস চৌধুরী, ইলোরা গহর, মারিয়াসহ অনেকে।

ছবির গল্প রাশিদ পলাশের। ঈদুল আজহার পরেই ছবিটি দেওয়া হবে সেন্সরে। সব ঠিক থাকলে অক্টোবরের শেষধাপে ছবিটি আসতে পারে প্রেক্ষাগৃহে।


মন্তব্য করুন