Select Page

পোস্টারে লুকোচুরি, মুক্তি ২৩ মার্চ

পোস্টারে লুকোচুরি, মুক্তি ২৩ মার্চ

সিনেমার নাম আপনারা আগেই শুনেছেন— ‘চিটাগাংইয়া পোলা নোয়াখাইল্লা মাইয়া’। অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলি। এবার এলো পয়লা পোস্টার।

পোস্টারে মুখের কিছু অংশ ঢেকে এলেন তারকারা। শাকিবকে চেনা গেলেও বুবলিকে অনুমান করে নিতে অসুবিধা হলো না।

ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। তিনি জানালেন, বেশ কয়েকটি পোস্টার ডিজাইন করার পর এটি চূড়ান্ত করা হয়েছে। ডিজাইন করেছেন কলকাতার ছেলে অভি মিত্র।

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান, ‘চিটাগাংইয়া পোলা নোয়াখাইল্লা মাইয়া’ চলচ্চিত্রের কাজ একেবারে শেষ। ২৩ মার্চ এটি মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে তাদের।

দেশের দুই জেলা অর্থাৎ চট্টগ্রাম ও নোয়াখালীর রসায়ন নিয়ে ছবিটির গল্প। দেশে এর দৃশ্যধারণ হলেও কয়েকটি গানের কাজ হয়েছে থাইল্যান্ডে।


মন্তব্য করুন