Select Page

পোস্টার হাতে রাস্তায় শুভ-জলি

পোস্টার হাতে রাস্তায় শুভ-জলি

nioty-shuvo-jolly

আরিফিন শুভর এ অভিজ্ঞতা নতুন নয়। এর আগে রাস্তায় নেমে ‘অস্তিত্ব’র লিফলেট বিলি করেছেন। এবার আরেক কাঠি বাড়লেন। দেয়ালে পোস্টার সাঁটছেন, তার সঙ্গে ছিলেন জলি

নতুন সিনেমা ‘নিয়তি’র প্রচার-প্রচারণায় ১১দিন সময় নিয়েছেন শুভ। এ সময়ে কোনো সিনেমার শুটিং রাখেননি। একের পর এক প্রচারণামূলক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। সে তালিকায় রয়েছে দেয়ালে পোস্টার লাগানো। এছাড়া প্রতিযোগিতায় বিজয়ী ভক্তদের সঙ্গে গানে কণ্ঠও দিয়েছেন দুই তারকা।

গত কয়েকদিন ঢাকার বিভিন্ন দেয়াল ‘নিয়তি’র পোস্টারে ঢেকে দেন শুভ ও জলি। তাদের সে মুহূর্তের ভিডিও প্রকাশ হয়েছে ফেসবুকে। প্রিয় তারকার এমন কর্মকাণ্ডে ভক্তরাও বেশ মজা পাচ্ছেন। তাতে দেখা যায় উৎসাহমূলক মন্তব্য।

ভিডিওতে শুভ বলেন, ‘ঢাকার বিভিন্ন ব্যস্ত এলাকায় আমরা ছবির (নিয়তি) পোস্টার লাগাচ্ছি। ছবিটার প্রতি ভালোবাসা থেকেই আমরা কাজটি করছি। আমার সাথে যেমন নায়িকা জলি আছেন, তেমনই আছে পুরো ছবির টিম। তোমরাও আমাদের সাথেই থাক।’

জাকির হোসেন রাজু পরিচালিত ‘নিয়তি’ মুক্তি পাচ্ছে ১২ আগস্ট। এর আগে সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি পায়।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares