Select Page

‘পোড়ামন’ দ্বিতীয় কিস্তির নায়িকা সেই পূজা

‘পোড়ামন’ দ্বিতীয় কিস্তির নায়িকা সেই পূজা

অগ্নি, বাদশা দ্য ডন সিনেমায় দর্শক তাকে দেখেছিলেন। দেখেছিলেন রিন ওয়াশিং পাউডারের বিজ্ঞাপনে। সেই পূজা চেরি হয়ে গেলেন ‘পোড়ামন ২’-এর নায়িকা। নায়ক হিসেবে আছেন রোশান। 

বৃহস্পতিবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার মগবাজারের অফিসে আব্দুল আজিজের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করা হয়।  সেখান থেকে এ ঘোষণা আসে।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালে ১৪ জুন। সাইমন-মাহি অভিনীত ব্যবসা সফল এই ছবিটি মুক্তির বছর চারেক প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ‘পোড়ামন ২’ নির্মাণের ঘোষণা দেয়।

এর আগে গত ১৬ মার্চ ‘পোড়ামন ২’ ছবির ঘরোয়া মহরত অনুষ্ঠিত হলে জানানো হয় ছবিতে সাইমন-মাহির বদলে থাকবেন একজোড়া ভিন্নমুখ। আর জাকির হোসেন রাজুর পরিবর্তে ‘পোড়ামন ২’ পরিচালনা করবেন তরুণ নির্মাতা রায়হান রাফি।

জাজ মাল্টিমিডিয়ার অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যা সিনহা মিম, পূজা, রোশানসহ মিডিয়া কর্মীরা।

অারো পড়ুন:   'পোড়ামন ২' শুরু ২৩ এপ্রিল

Leave a reply

সাপ্তাহিক জরিপ

ঈদে কতগুলো ছবি মুক্তি দেয়া উচিত?
সর্বোচ্চ পাঁচটি
পাঁচটির বেশি
Poll Maker

অনুসরন করুন

Pin It on Pinterest

Shares
Share This