Select Page

পোড়ামন ২ : আর নয় পোস্টার, গান-ট্রেলার চাই!

পোড়ামন ২ : আর নয় পোস্টার, গান-ট্রেলার চাই!

একের পর এক রহস্যময় পোস্টার প্রকাশ করেই যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এ নিয়ে চারটি পোস্টার প্রকাশ হলো ‘পোড়ামন ২’ সিনেমার।

এতে বিরক্ত অনেকেই। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লিখেছেন— আর কত পোস্টার? সিনেমা মুক্তি পাবে মাত্র মাসখানেক পর, ১৩ এপ্রিল। এখনই উচিত ট্রেলার বা গান প্রকাশ করা। কারণ, দর্শক মুখিয়ে আছেন এ সব দেখার জন্য।

অবশ্য নির্মাতা রায়হান রাফি বা জাজের কর্তা ব্যক্তিদের মনে খবর জানা যায়নি!

বৃহস্পতিবার পূর্ব ঘোষণা মতো, ‘পোড়ামন ২’ এর চতুর্থ পোস্টারটি প্রকাশ হয়েছে। বরাবরের মতোই এটিও বেশ রহস্যময়। গল্পের কিছুই ধরা গেল না। বরং আগের চেয়ে বেশি বিমূর্তই মনে হলো। ট্র্যাজেডিটা ধরা যায়— এই যা!

এ পোস্টারের প্রশংসা করতে হয়! প্রত্যাশার চাপ যে বেড়ে যাচ্ছে!

এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো নায়ক হলেন টিভিপাড়ার সিয়াম আহমেদ। তার বিপরীতে আছেন পূজা। আর ‘পোড়ামন ২’ রায়হান রাফিরও প্রথম সিনেমা। তাদের পরের সিনেমাও ঠিকঠাক, নাম ‘দহন’।


মন্তব্য করুন