Select Page

‘পোড়ামন ২’ নয়, ‘নূর জাহান’-এ পূজার অভিষেক

‘পোড়ামন ২’ নয়, ‘নূর জাহান’-এ পূজার অভিষেক

‘পোড়ামন ২’ দিয়ে নায়িকা হিসেবে বড়পর্দায় অভিষেক হচ্ছে না পূজা চেরির। তার আগে তাকে দেখা যাবে ‘নূর জাহান’ নামের সিনেমায়। ১৫ জুন কলকাতায় সিনেমাটির শুটিং শুরু হচ্ছে। কয়েকদিন আগে কলকাতায় হয়ে গেল মহরত।

আগেই জানানো হয়েছিল, রাজ চক্রবর্তীর পরিচালনায় মারাঠি সিনেমা ‘সাইরত’-এর রিমেকে অভিনয় করবেন পূজা। এটাই সেই ছবি। তবে পরিচালনা করছেন অভিমন্যু মুখোপাধ্যায়। প্রযোজনায় থাকছে জাজ মাল্টিমিডিয়া ও রাজ চক্রবর্তী প্রডাকশন।

এপ্রিলে রাইয়ান রাফির পরিচালনায় ‘পোড়ামন ২’ এর জন্য ক্যামেরা সামনে দাঁড়ানোর কথা ছিল পূজার। কিন্তু সিনেমাটির দৃশ্যায়ন পিছিয়ে যায়। ‘নূর জাহান’-এর পর এ ছবির কাজ শুরু হবে।


মন্তব্য করুন