Select Page

‘পোড়ামন ২’ শুরু ২৩ এপ্রিল

‘পোড়ামন ২’ শুরু ২৩ এপ্রিল

‘পোড়ামন’ প্রথম কিস্তিতে সাইমন ও মাহি

জাকির হোসেন রাজু ২০১৩ সালে নির্মাণ করেন ‘পোড়ামন’। এ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন সাইমন সাদিক ও মাহি। এবার নির্মিত হবে সিনেমাটির সিক্যুয়াল। এ উপলক্ষ্যে ১২ মার্চ মেঘনা রিসোর্টে এ সিনেমার আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হয়। সেখানে জানানো হয়, ২৩ এপ্রিল সিলেটে সিনেমাটির শুটিং শুরু হবে। 

এ সময় উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, প্রধান নির্বাহী কর্মকর্তা আলীমুল্লাহ খোকন, পরিচালক জাকির হোসেন রাজু, ‘পোড়ামন-২’র পরিচালক রায়হান রাফি, সংগীতশিল্পী আকাশ সেন সহ অনেকে। অনুষ্ঠানের মঞ্চে নতুন সিনেমার পরিচালকের হাতে ক্ল্যাপস্টিক তুলে দেন ‘পোড়ামন’ পরিচালক রাজু।

তবে ‘পোড়ামন’ সিক্যুয়ালে কারা অভিনয় করবেন জানা যাবে ৬ এপ্রিল। আপাতত দুটি গানের মাধ্যমে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়।

‘পোড়ামন-টু’তেও প্রথম কিস্তির মতো গল্পে পরী ও সুজন নামের এক প্রেমিকযুগলের ভালোবাসার করুণ পরিণতি দেখানো হবে। টানা চিত্রায়ন শেষে জুলাইয়ের শেষে বা আগস্টের শুরুতে মুক্তি পাবে ‘পোড়ামন ২’।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?

সাম্প্রতিক খবরাখবর

[wordpress_social_login]

Shares