Select Page

‘পোড়ামন ২’ শুরু ২৩ এপ্রিল

‘পোড়ামন ২’ শুরু ২৩ এপ্রিল

‘পোড়ামন’ প্রথম কিস্তিতে সাইমন ও মাহি

জাকির হোসেন রাজু ২০১৩ সালে নির্মাণ করেন ‘পোড়ামন’। এ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন সাইমন সাদিক ও মাহি। এবার নির্মিত হবে সিনেমাটির সিক্যুয়াল। এ উপলক্ষ্যে ১২ মার্চ মেঘনা রিসোর্টে এ সিনেমার আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হয়। সেখানে জানানো হয়, ২৩ এপ্রিল সিলেটে সিনেমাটির শুটিং শুরু হবে। 

এ সময় উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, প্রধান নির্বাহী কর্মকর্তা আলীমুল্লাহ খোকন, পরিচালক জাকির হোসেন রাজু, ‘পোড়ামন-২’র পরিচালক রায়হান রাফি, সংগীতশিল্পী আকাশ সেন সহ অনেকে। অনুষ্ঠানের মঞ্চে নতুন সিনেমার পরিচালকের হাতে ক্ল্যাপস্টিক তুলে দেন ‘পোড়ামন’ পরিচালক রাজু।

তবে ‘পোড়ামন’ সিক্যুয়ালে কারা অভিনয় করবেন জানা যাবে ৬ এপ্রিল। আপাতত দুটি গানের মাধ্যমে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়।

‘পোড়ামন-টু’তেও প্রথম কিস্তির মতো গল্পে পরী ও সুজন নামের এক প্রেমিকযুগলের ভালোবাসার করুণ পরিণতি দেখানো হবে। টানা চিত্রায়ন শেষে জুলাইয়ের শেষে বা আগস্টের শুরুতে মুক্তি পাবে ‘পোড়ামন ২’।


মন্তব্য করুন