Select Page

আমরা আমরাই, তারপর…

আমরা আমরাই, তারপর…

মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ হুমায়ূন আহমেদের জীবনী অবলম্বনে নির্মিত কিনা এ নিয়ে বিতর্কের শেষ নেই। মেহের আফরোজ শাওনের আপত্তিতে বর্তমানে সিনেমাটি সেন্সর বোর্ডে আটকে আছে। সে সময় সিনেমাটির প্রযোজক ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সেলফি নিয়ে হৈ চৈ চলছে।

রোববার রাতে শাওনের সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করেন আব্দুল আজিজ। ক্যাপশানে লেখেন, ‘আমরা আমরাই’। এরপর থেকে সরব হয়ে উঠে সোশ্যাল মিডিয়া। অনেকে দাবি করেন ‘ডুব’ নিয়ে যা হচ্ছে— পুরোটাই সাজানো নাটক।

এমন পরিস্থিতিতে শাওন পরপর দুটি স্ট্যাটাস দেন। তার একটিতে লেখেন, “ইহা একখানা গল্প মাত্র… জীবিত বা মৃত কারো সহিত ইহার কোনও মিল খুঁজিবার চেষ্টা করিবেন না বন্ধুগণ…

কুসুম (নাকি কুলসুম) একদা একখানা জন্মদিনের উৎসবের আমন্ত্রণ রক্ষার্থে সেইখানে উপস্থিত হন… সেই মহতি উৎসবে তাহার সাক্ষাত হয় সকলের বড়ভাই এর বর্তমান শুভাকাংক্ষী ‘কাজ’ মালটিমিডিয়ার ‘কাজিজ’ ভাইয়ের সাথে, যিনি কুসুম ম্যাডাম এর সাথে একখানা ‘ছেলফি’ তুলিবার আগ্রহ প্রকাশ করেন… এবং ভদ্রতার অবতার কুসুম আপা ‘ছেলফি’ তুলিতে সম্মতি প্রদান করেন… ভাইয়া তৎক্ষনাত অতি ভদ্রতার সহিত ছবিখানা ফেসবুকে প্রকাশ করেন চমৎকার ক্যাপশন সহকারে…

উল্লেখ্য যে, ব্রাদারগণের বড়ভাই এবং তার সকল শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা গত কয়েকদিন (নাকি কয়েক মাস..!) নাগাদ কুসুম আপার সহিত সৎ বোনের ন্যায় আচরণ করিতেছে… কখনো বা ‘উনি কি মালকিন’ ধরনের মন্তব্য করিতেছেন…

কুসুম আপা আজ বড়ই চিন্তিত…

একখানা অনুরোধের ঢেঁকি গেলা ‘ছেলফি’ তুলিয়া তিনি কি নিজের পূর্বের সব সিদ্ধান্ত মেকি করিয়া দিলেন..! ভদ্রতা করিয়া তোলা একখানা ‘ছেলফি’র এততো ক্ষমতা..!

বি.দ্র. পহেলা বৈশাখে সমালোচিত কোনও ছবি মুক্তি পাইবার কোনও সম্ভাবনা নাই…অন্তত এই দেশে…”


মন্তব্য করুন