Select Page

প্রকাশের পর গায়েব ‘শাহেনশাহ’ ট্রেলার, স্যোশাল মিডিয়ায় হাস্যরস

প্রকাশের পর গায়েব ‘শাহেনশাহ’ ট্রেলার, স্যোশাল মিডিয়ায় হাস্যরস

শাকিব খানের সঙ্গে শামীম আহমেদ রনির চতুর্থ সিনেমা ‘শাহেনশাহ’র টিজার নিয়ে এক আগে একচোট হাসাহাসি হয়েছিল। দুটি গান প্রকাশের পর তা স্থিমিত হয়। নতুন কাহিনির সূত্রপাত হয় ট্রেলার প্রকাশ ও সরিয়ে ফেলার সূত্রে।

বৃহস্পতিবার শাকিবের জন্মদিনের সন্ধ্যায় অনলাইনে প্রকাশ হয় ‘শাহেনশাহ’ ট্রেলার। এর কিছুক্ষণ পরই সরিয়ে ফেলা হয়। রনি কারণ হিসেবে জানান, বনানী অগ্নিকান্ডের কারণে স্থগিত করেছেন।

কিন্তু ততক্ষণে অনলাইনে অনেকেই দেখেছেন ট্রেলারটি। শুরু হয় কাটাছেড়া। রনির সমালোচনা চলতে থাকে। দৃশ্যায়ন, মেকআপ, গল্প বা অভিনয় কোনো বিভাগই বাদ পড়েনি সমালোচনা থেকে। কেউ কেউ জানান আগের মতোই দক্ষিণ ভারতীয় সিনেমা থেকে কপি করেছেন রনি।

অফিসিয়াল ইউটিউব চ্যানেলে না থাকলেও ফেসবুকে কেউ কেউ আপলোড করেছেন ট্রেলারটি।

শাপলা মিডিয়া প্রযোজিত ‘শাহেনশাহ’য় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত। সিনেমাটি ১২ এপ্রিল মুক্তির কথা রয়েছে।


মন্তব্য করুন