Select Page

প্রচারণায় এগিয়ে ‘শিকারি’ ও ‘বাদশা’

প্রচারণায় এগিয়ে ‘শিকারি’ ও ‘বাদশা’

ঈদের সিনেমা মানে জমজমাট প্রচারণা। আসলে কী তাই! না, যতটা গর্জে ততটা বর্ষে না। ঈদের আসবে বলে কয়েক মাস আগে ঘোষণা দিয়ে ও বছর খানেক আগে টিজার-গান প্রকাশ করা সিনেমাগুলোই আছে পিছিয়ে।

জাজ মাল্টিমিডিয়া ঈদের দুই সিনেমা ‘শিকারী’ ও ‘বাদশা দ্য ডন’র ঘোষণা দেয় মাস কয়েক আগে। তখন থেকেই সিনেমা দুটি হাইপ তৈরি করে। নির্মাণের পাশাপাশি প্রকাশ হতে থাকে আকর্ষণীয় স্টিল। এরপর দ্রুত প্রকাশ করে গান, টিজার ও ট্রেলার। বিশেষ করে ‘শিকারী’ নিয়ে দর্শকদের কৌতুহলের শেষ নেই। তার প্রধান কারণ হলো অনলাইনে শাকিবের লুক নিয়ে নানান ধরনের প্রচারণা। ফলে দর্শকদের কাছে অন্য দুটি সিনেমার চেয়ে ‘শিকারী’ ও ‘বাদশা দ্য ডন’র নাম কয়েকগুণ বেশিবার পৌঁছেছে।

শাকিবের লুক নিয়ে আজকাল অনেক কথা হচ্ছে। তার বেশিরভাগই যাচ্ছে ‘শিকারী’র ঘরে। অথচ শাকিবকে গতানুগতির ক্লিশে চেহারা থেকে বদলে দিয়েছিল ‘মেন্টাল’। সে সিনেমা কিনা প্রচারণার দৌড়ে পিছিয়ে আছে। বছর খানেক আগে সিনেমাটির টিজার প্রকাশ হয়। গানের অডিও ও ভিডিও প্রকাশ হয় বিরতি দিয়ে। কিন্তু ঈদের আগমুহূর্তে তেমন কোনো সাড়া শব্দ নেই। এর মধ্যে নাম নিয়ে একচোট বিতর্ক। এমনকি শাকিবও নাকি চাননি ছবিটি ঈদে আসুক। এ বিতর্কগুলো প্রচারে কাজে লাগলেও দর্শক চাই সলিড কিছু।

shakib-khan-mental-rana-pagla1

অন্যদিকে শাকিবকে স্টাইলিশ মাফিয়া চরিত্রে এনেছে ‘সম্রাট’। টিজার প্রকাশ হয়েছে বছর থানেক আগে। এর মধ্যে কিছু গানের অডিও প্রকাশ হয়। সম্প্রতি একটি গানের ভিডিও প্রকাশ হলেও ‘শিকারী’র পিছু পড়ে আছে সিনেমাটি। কারণ. ‘সম্রাট’ নিয়ে নায়ক-নির্মাতাদের বাগাম্বর শোনা গেলেও প্রাচরণায় নেই চমক। শেষ মুহূর্তে (২৭ জুন) সিনেমাটির ট্রেলার মুক্তি পাবে। তা দিয়ে দর্শক আকর্ষণ কতটা জিইয়ে রাখবে তাও দেখার বিষয়।

মজার বিষয় হলো, ‘শিকারী’ ও ‘বাদশা দ্য ডন’ প্রথম থেকে ঈদের সিনেমা বলে প্রচার হচ্ছে। অন্যদিকে ‘মেন্টাল’ ও ‘সম্রাট’ একটা মিনমিনে ভাব নিয়ে চলছিল। তাই তাদের প্রচারণার গতিও ছিল ধীরস্থির। এর একটা কারণ হতে পারে বাংলা চলচ্চিত্র শিল্পের ভেতরকার রাজনীতি। নানান ধরনের অন্তর্দ্বন্দ্ব যা বরাবরই রয়েছে। বারবার শোনা যাচ্ছিল, সিনেমাটি দুটির একটি ছিটকে পড়বে। শেষ পর্যন্ত, তা বোধহয় হচ্ছে না।

samrat-shakib-apu

টেলিভিশন চ্যানেলগুলোতে সিনেমার কিছু প্রোগ্রাম ও গানের অনুষ্ঠান থাকে। সেখানে খুব বেশি হাজিরা নেই এ সিনেমাগুলোর। অনলাইনে সুবিধাও তেমন কাজে লাগাতে পারছে না ‘মেন্টাল’ ও ‘সম্রাট’। রোজার শুরুতেই যেখানে দেশের প্রধান শহরগুলোতে ঈদের সিনেমার পোস্টারে ছেয়ে যাওয়ার কথা— সেখানেও উত্তাপ নেই।


মন্তব্য করুন