Select Page

প্রতারণার শিকার চিত্রনায়িকা মৌসুমী

প্রতারণার শিকার চিত্রনায়িকা মৌসুমী

Moushumiনিজের দুই সহকারীর দ্বারা প্রতারণার শিকার হলেন মৌসুমী। তার ব্যক্তিগত শিডিউল সহ অনেক হিসাব-নিকাশ থাকতো তার দুই সহকারী রেজা ও আরিফের কাছে। দুজনের মাধ্যমেই প্রতারণার শিকার হয়েছেন গত সপ্তাহে।

জানা যায়, সহকারী আরিফ সব গুছিয়ে একপ্রকার অগোচরেই পালিয়ে যায়, যাওয়ার সময় মৌসুমীকে কাস্টিং দেবার কথা বলে বেশ কজন পরিচালকের থেকে অগ্রীম টাকাও নেয় আরিফ। অপর সহকারী রেজাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, গত দশ বছরে মৌসুমীর প্রায় সব আসবাবপত্র থেকে কমিশন খেয়েছে দুজন সহকারী।

বিনা পদক্ষেপেই রেজাকে ছেড়ে দেন মৌসুমী। এখন সহকারীর অভাবে মৌসুমী যেমন সমস্যায় পড়েছেন, তেমনি বিপাকে আছেন পরিচালকরা যারা কাস্টিং এর জন্য টাকা দিয়েছিলেন।

সূত্র: ইত্তেফাক


মন্তব্য করুন