Select Page

প্রথমবার উপস্থাপনায় শাকিব

প্রথমবার উপস্থাপনায় শাকিব

shakib-Khan

প্রথমবারের মতো কোনো টেলিভিশন অনুষ্ঠানের সঞ্চালনা করলেন শাকিব খান। অনুষ্ঠানটি সাজানো হয়েছে তার সিনেমার গান নিয়ে।

ঈদুল আজহায় একুশে টিভিতে প্রচার হবে ‘আমার ছবি আমার গান’ নামের অনুষ্ঠানটি।

গানগুলো দেখানোর আগে শাকিব নিজেই বলবেন এর সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির কথা।

অনুষ্ঠানের শেষ দিকে অংশ নেবেন শবনম বুবলি। ঈদের চলচ্চিত্র ‘বসগিরি’ ও ‘শুটার’ প্রসঙ্গে কথা বলবেন তারা।

অনুষ্ঠানটি গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন ফারহানা নিশো এবং প্রযোজনা করেছেন আসাদুজ্জামান আসাদ। ঈদের আগের দিন রাত ১০টায় একুশে টেলিভিশনে প্রচার হবে ‘আমার ছবি আমার গান’।


মন্তব্য করুন