Select Page

প্রথমবার দর্শকের সামনে ‘শনিবার বিকেল’, দেখুন ফার্স্টলুক পোস্টার…

প্রথমবার দর্শকের সামনে ‘শনিবার বিকেল’, দেখুন ফার্স্টলুক পোস্টার…

# প্রথমবার দর্শকের সামনে আসছে ‘শনিবার বিকেল
# প্রকাশ হয়েছে ফার্স্টলুক পোস্টার

মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ বাংলাদেশে মুক্তি নিয়ে সম্প্রতি জটিলতা তৈরি হয়েছে। সেন্সর বোর্ড ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কয়েকদিনের মাথায় স্থগিত করে। জানায়, সিনেমাটি বাংলাদেশে প্রদর্শনের উপযোগী নয়।

এরপর প্রযোজক আপিল করলেও কোনো সুরাহা হয়নি। তেমন সময়ে জানা গেল, চলচ্চিত্রটি ৪১তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় এমন খবর প্রকাশের পাশাপাশি উন্মুক্ত করা হয়েছে ফার্স্টলুক পোস্টার। তবে পোস্টারে শুধু দেশি অভিনেতাদের দেখা যাচ্ছে।

জানা গেছে, রাশিয়ার মস্কোতে ১৮ এপ্রিল শুরু হচ্ছে এই উৎসব। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। এবার উৎসবে জুরিপ্রধান হয়েছেন কোরিয়ার মাস্টার ফিল্মমেকার কিম কি দুক।

ছবিটি নিয়ে ফারুকী কিছুদিন আগে প্রথম আলোকে বলেন, ‘দর্শক জানেন, প্রতি ছবিতেই আমি নিজেকে বদলাই। এবারও তেমনটাই দেখতে পাবেন। “শনিবার বিকেল” ছবির গল্প রাজনৈতিক সাসপেন্স থ্রিলার ধাঁচের। গল্পের মধ্যে শ্বাসরুদ্ধকর ব্যাপার আছে, আর শিল্পী ও কলাকুশলীরা শ্বাসরুদ্ধকর পরিবেশেই কাজটি করেছেন। সবাই মিলে আমরা অমানুষিক পরিশ্রম করেছি।’

 

‘শনিবার বিকেল’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী; ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনের ইয়াদ হুরানি এবং আরও অনেকে।

 

 

 


মন্তব্য করুন