Select Page

প্রথম জন্মদিন

প্রথম জন্মদিন

diti5

মাত্র ১১দিনের জন্য অভিনেত্রী পারভীন সুলতানা দিতি পালন করতে পারলেন না ৫১তম জন্মবার্ষিকী। এই প্রথমবার নিজের জন্মদিনে গুণী এ অভিনেত্রীর শারিরীক অস্তিত্ব নেই।

এক বছরের আগের এ দিনে (৩১ মার্চ) সন্ধ্যায় গুলশানের বাসভবনে বেশ আয়োজন করে জন্মদিন উদ্‌যাপন করেছিলেন।

মা দিতির জন্মদিনে দুসন্তান লামিয়া ও দীপ্ত ভোরবেলায় মায়ের কবর জিয়ারতের উদ্দেশ্যে নারাণগঞ্জের সোনারগাঁয়। সেখানে কবর জিয়ারত শেষে ঢাকায় ফিরে এতিমখানা, পাগলখানায় খাওয়া-দাওয়া করানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন লামিয়া।

এ দিকে দিতির বিদেহী আত্মার মাগফেরাত কামনার উদ্দেশ্যে আজ দুপুরের সোনারগাঁ যাবেন শর্মিলী আহমেদ ও আজমেরী হক বাঁধন।

অস্ট্রেলিয়া থেকে মোবাইলে দিতির বান্ধবী অভিনেত্রী ডলি জহুর মানব জমিনকে বলেন, ‘গত বছরের এ দিনে আমার বন্ধু দিতি কতই না মজা করেছিল। আজ সবই যেন স্মৃতি হয়ে গেল। দিতির চলে যাওয়াটা সত্যিই আমার কাছে এখনও স্বাভাবিক নয়। আমার বারবার শুধু মনে হচ্ছে দিতি এখনও বেঁচে আছে। দেশে ফিরলেই হয়তো তার সঙ্গে দেখা হবে।’

ঢাকাই চলচ্চিত্রের ফ্যাশনেবল, স্মার্ট ও সদা হাস্যোজ্জ্বল নায়িকা দিতি ২০ মার্চ পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে যান।


মন্তব্য করুন