Select Page

প্রথম সপ্তাহে এই ৩৮ প্রেক্ষাগৃহে ‘মুখোশ’

প্রথম সপ্তাহে এই ৩৮ প্রেক্ষাগৃহে ‘মুখোশ’

ইফতেখার শুভ পরিচালিত এবং মোশাররফ করিম, পরীমণি ও রোশান অভিনীত ‘মুখোশ’ মুক্তি পাচ্ছে শুক্রবার। প্রথম সপ্তাহেই সরকারি অনুদানের ছবিটি পাচ্ছে ৩৮টি প্রেক্ষাগৃহ।

রহস্যময় থ্রিলার লেখক ইব্রাহীম খালেদী এই ছবির কেন্দ্রীয় চরিত্র। তার লেখা ‘মুখোশ’ বইটি নিয়ে বিস্তৃত হয় রহস্যের জাল। সেই জাল ছিঁড়তে ছদ্মবেশে নেমে পড়েন ক্রাইম রিপোর্টার সোহানা। শেষ অবধি ইব্রাহিম খালেদীর মুখোশ উন্মোচন হবে কি না— সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে সিনেমা মুক্তি পাওয়া পর্যন্ত।

মোশাররফ করিম অভিনয় করেছেন ইব্রাহিম খালেদী চরিত্রে। আর পরীমণির চরিত্রের নাম সোহানা। রোশানের চরিত্র অভিনেতার। এ ছাড়া আছেন ইরেশ যাকের, আজাদ আবুল কালামসহ অনেকে।

এবার দেখে নিন হল তালিকা— রাজধানী: স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিংমল, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার ও সনি স্কয়ার আউটলেট; ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা, শ্যামলী, চিত্রামহল, আনন্দ ঢাকা, সেনা অডিটোরিয়াম, বিজিবি অডিটোরিয়াম এবং গীত। রাজধানীর বাইরে: অভিরুচি – বরিশাল, চাঁদ মহল – কাচপুর. নারায়ণগঞ্জের নিউ মেট্রো ও সিনেস্কোপ, সেনা অডিটোরিয়াম – সাভার, নিউ গুলশান – জিঞ্জিরা, মনিহার – যশোর, তামান্না – সৈয়দপুর, চট্টগ্রামে সিনেমা প্যালেস, সুগন্ধা ও সিলভার স্ক্রিন, চন্দ্রিমা – শ্রীপুর, বর্ষা – জয়দেবপুর, ঝংকার – পাচঁদোনা, নবীন – মানিকগঞ্জ, খুলনার লিবার্টি ও শংখ, বনলতা – ফরিদপুর, বগুড়ার মধুবন ও মম ইন, রূপকথা – পাবনা, শাপলা – রংপুর, পূরবী – ময়মনসিংহ, মর্ডান – দিনাজপুর, মিলন – মাদারীপুর এবং নন্দিতা – সিলেট।

পরিচালক ইফতেখার শুভ নিজের লেখা ‘পেইজ নাম্বার-৪৪’ থ্রিলার উপন্যাস অবলম্বনে নির্মাণ করেছেন সিনেমাটি। সহপ্রযোজকও তিনি।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares