Select Page

প্রথম সপ্তাহে পরাণের দ্বিগুণ হলে ‘দামাল’

প্রথম সপ্তাহে পরাণের দ্বিগুণ হলে ‘দামাল’

প্রথম সপ্তাহে মাত্র ১১টি হলে মুক্তি পেয়েছিল রায়হান রাফী ‘পরাণ’। যা পরে পাঁচগুণ পর্যন্ত বর্ধিত হয়। মুক্তির ১০০ দিন পেরিয়ে ছবিটি এখনো পর্দা দখল করে আছে। সেই সময় মুক্তি পাচ্ছে ‘দামাল’।

শরিফুল রাজ, সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মীম, শাহনাজ সুমি অভিনীত ‘দামাল’ প্রথম সপ্তাহে পেয়েছে ২৩টি প্রেক্ষাগৃহে।

ঢাকায় স্টার সিনেপ্লেক্সের পাঁচ শাখা ছাড়াও দেখা যাবে ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মধুমিতা, শ্যামলী, বিজিবি ও সাভার ক্যান্টনমেন্টের সেনা অডিটোরিয়ামে।

এ ছাড়া প্রদর্শিত হবে মনিহার সিনেমা – যশোর, গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স – সিলেট, মম ইন, মধুবন সিনেপ্লেক্স – বগুড়া, সুগন্ধা, সিলভার স্ক্রীন – চট্টগ্রাম, ছায়াবাণী সিনেমা – ময়মনসিংহ, শাপলা সিনেমা – রংপুর, শঙ্খ, লিবার্টি সিনেমা – খুলনা, সিনেস্কোপ – নারায়ণগঞ্জ এবং রুটস্ সিনেক্লাবে – সিরাজগঞ্জ।


মন্তব্য করুন