Select Page

প্রথম সপ্তাহে বাংলাদেশে কেমন গেল ‘অ্যানিমেল’?

প্রথম সপ্তাহে বাংলাদেশে কেমন গেল ‘অ্যানিমেল’?

ভারতে মুক্তির ছয় দিন পর বাংলাদেশে ৪৮টি সিনেমা হলে মুক্তি পায় সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’। হাইপ দেখে মুক্তির আগে ভাবা হয়েছিল পাঠান ও জাওয়ানের মতো ব্যবসা করবে, কিন্তু ‘যত গর্জে তত বর্ষেনি’!

সিনেমা হল সংশ্লিষ্টদের বরাত দিয়ে চ্যানেল আই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আহামরি নয় এভারেজ চলছে ‘অ্যানিমেল’।

বলিউডের ছবির মধ্যে ‘জওয়ান’ সিনেপ্লেক্সে মারমার কাটকাট ব্যবসা করেছিল। ‘অ্যানিমেল’ তেমনটা মোটেও ‘চলছে না’ জানিয়ে স্টার সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, ”বলিউডের সঙ্গে ‘জওয়ান’ একইদিনে মুক্তি পেয়েছিল। এখানে শাহরুখের দর্শক তো অগণিত। সেই তুলনায় রণবীরের দর্শক নেই। তাই ‘জওয়ান’র মতো চলছে না। মোটামুটি দর্শক দেখছে। এটাকে এভারেজ বলা যায়। যে হাইপ ছিল সেটা হলে অনুপস্থিত।”

“সিনেপ্লেক্সের সব শাখায় ‘অ্যানিমেল’ চলছে, তবে উপচে পড়া ভিড় নেই। সিনেমা হলের মধ্যে চিৎকার-হইহুল্লোড় ব্যাপারটা নেই। যে পরিমাণে দর্শক আসছে এতে আমরা মোটামুটি হ্যাপি। থিয়েটার রানিং আছে, কিছু মানুষ এসে মুভি উপভোগ করছে এটাকে আমরা ইতিবাচক দিক হিসেবে দেখছি।”

প্রতিবেদনে বলা হয়, একই অবস্থা যমুনা ব্লকবাস্টারেও। দৈনিক নয়টি শো চলছে জানিয়ে সহকারী মার্কেটিং ম্যানেজার মাহাবুবুর রহমান বলেন, মোটামুটি এভারেজ যাচ্ছে। মুক্তির আগে যে হাইপ ছিল সেই তুলনায় রেসপন্স পায়নি। এর আগে ‘জওয়ান’ দেড়মাস ধরে প্রায় হাউজফুল পেয়েছিলাম। কিন্তু এই ছবির ক্ষেত্রে হয়নি। আসলে নতুন বাংলা ছবি সেভাবে আসছে না। তারপরেও ‘অ্যানিমেল’ দেখতে ইয়ুথ বেইজ অডিয়ান্স দেখতে আসছেন।”

মধুমিতার কর্ণধার ইফতেখার নওশাদ বলেন, প্রথমদিন থেকে একটি শো-ও হাউজফুল হয়নি। হাতেগোনা কিছু দর্শক নিয়ে আজও শো চলছে। এখানে পুরোপুরি ‘অ্যানিমেল’ ব্যর্থ। জেনেছি আকর্ষণীয় কিছু দৃশ্য কেটে ফেলা হয়েছে। দর্শক এটা আগেই জেনেছে। এসব কারণে ছবিটি ভালো যাচ্ছে না। শুক্রবার থেকে ‘মানুষ’ চলবে, দেখি কেমন যায়।

শুক্রবার এবং শনিবার চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলে হাউজফুল গেছে অ্যানিমেলের। এর ব্যবস্থাপনা পরিচালক সাহাদত হোসেন বলেন, দেশের নতুন ছবি নেই। ‘অ্যানিমেল’ আসছে বলে এখনও সিনেমা হলে মানুষ আসছে। প্রথমদিন থেকে আজ পর্যন্ত গড়ে ৬০ থেকে ৭০ শতাংশ দর্শক পেয়েছি। যে দৃশ্যগুলো কাটা হয়েছে সেগুলোর তুলনায় বেশি রিউমার প্রভাব ফেলেছে। তবে দৃশ্যগুলো কাটা হয়েছে সেগুলো তো আমাদের দেশের সঙ্গে যায় না। তবে হ্যাঁ, দর্শক রিউমারকে মনে করেছে আসল জিনিসগুলো কেটে ফেলেছে। আসলে তা না। আমাদের দেশে যতটুকু চলার মতো ততোটাই আছে।

সিরাজগঞ্জের রুটস সিনেক্লাবের চেয়ারম্যান সামিয়া ইসলাম ‘এভারেজ’ চলছে জানিয়ে বলেন, অ্যানিমেল খুব ভালো চলেনি আবার হতাশাজনক অবস্থাও না। ছবি পাইরেসি বের হয়েছে, ভারতে রিলিজের ৬ দিন পর বাংলাদেশে এসেছে এবং ২৬ মিনিট কর্তন হয়েছে; এই পরিস্থিতে যেমন চলার কথা তেমনই চলছে। মুক্তির আগে যে পরিমাণ হাইপ ছিল সেই তুলনায় অ্যানিম্যাল প্রত্যাশা পূরণ করেনি।

বগুড়ার সর্বাধুনিক ৩৫০ আসনের মধুবন সিনেপ্লেক্সের স্বত্বাধিকারী রোকনুজ্জামান ইউনূস বলেন, মঙ্গলবার পর্যন্ত বেশ ভাল চলেছে। শুক্রবার সন্ধ্যায় হাউজফুল ছিল। গত সাতদিনে সবমিলিয়ে ৫০ শতাংশ দর্শক পেয়েছি। এর আগে দুই সপ্তাহ সিনেমার অভাবে হল বন্ধ ছিল। আমরা চেয়েছিলাম, ‘টাইগার থ্রি’ আসুক। কিন্তু আসেনি।


মন্তব্য করুন