Select Page

প্রশংসিত আহত ফুলের গল্পের প্রথম গান, দেখুন ভিডিও

প্রশংসিত আহত ফুলের গল্পের প্রথম গান, দেখুন ভিডিও

প্রকাশ হলো অন্তু আজাদ পরিচালিত ‘আহত ফুলের গল্প’ সিনেমার প্রথম গান। ‘আমি তোমায় চাইরে বন্ধু’ শিরোনামে কথা লিখেছেন কামরুজ্জামান কামু। সুর ও কণ্ঠ দিয়েছেন, কামুরুজ্জামান রাব্বি। সংগীতায়োজনে  পিন্টু ঘোষ ও রোকন ইমন। গানটি বেশ প্রশংসা পেয়েছে শ্রোতা-দর্শকদের কাছে।

পবিত্র ঈদুল আজহার দিন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানা থেকে প্রথম প্রদর্শনীর মধ্যদিয় শুরু হচ্ছে ‘আহত ফুলের গল্প’র যাত্রা।

দেবীগঞ্জ থানায় সিনেমাটির সিংহভাগ অংশের শুটিংও সম্পন্ন হয়, আর গল্পটিও এই জনপদের। এরপর দেশব্যাপী শিল্পকলা একাডেমী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সিনেমাটির প্রদর্শনী চলবে, যদিও পরে হলে মুক্তি পাবে। এভাবে প্রদর্শনীর কারণ হিসেবে পরিচালক জানান- এটি মূলত স্বাধীন ধারার সিনেমা, এতে নেই স্টার কাস্ট।

এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাহিয়া তাজিন খান ও সুজন মাহাবুব। এছাড়াও  গাজী রাকায়েত, অনন্যা হক, আলী আহসান, শেলী আহসান,  জয়া, অভি চৌধুরী, শান্ত কুন্ডু, কামরুল হাসান, তৌহিদুল আলম, সজীব, রিফাত, পিয়ারা বেগম, শহীদুল ইসলাম, ওমরচাঁদ, ইকতারুল ইসলাম, আরিফ, মিনহাজ, তাজিন, রাব্বি, শিরিনসহ অনেকেই রয়েছেন।


মন্তব্য করুন