Select Page

প্রসূনের তৃতীয় চলচ্চিত্র

প্রসূনের তৃতীয় চলচ্চিত্র

Prosun-Azad-8আরেফিন শুভর বিপরীতে “মুসাফির” নামক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন প্রসূন আজাদ। এটা তার তৃতীয় চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করছেন কিস্তিমাত ছবির পরিচালক আশিকুর রহমান।

ছবির প্রথম দিকে প্রসূনকে খলনায়িকা হিসেবে দেখা গেলেও আসলে ছবির মূল নায়িকা চরিত্রেই থাকছেন তিনি। মুসাফিরে তার চরিত্র সম্পর্কে প্রসূন বলেন ” ‘এই ছবির গল্পটা খুব ভালো লেগেছে। শুরুতে দর্শক আমাকে অ্যান্টিহিরোইন হিসেবে দেখলেও শেষ দিকে বুঝবেন আমিই আসল নায়িকা। ছবির প্রথম দিকে আমি খুব দজ্জাল মেয়ে থাকি। সারাক্ষণ নায়ককে উত্ত্যক্ত করি। একটা সময় নিজের ভুল বুঝতে পারি। পরে নায়কের সঙ্গে সমঝোতায় আসি। ছবির শুটিং শুরু করেছি। বেশ ভালো লাগছে। অনেক দিন ধরে এ রকম একটি চরিত্রের অপেক্ষায় ছিলাম।’

মুসাফির ছবিতে প্রসূনের বিপরীতে অভিনয় করছেন আরিফিন শুভ। এছাড়া ভিলেন হিসেবে থাকছেন টাইগার রবি

প্রসূনের প্রথম ছবি ছিল ‘সর্বনাশা ইয়াবা’। কাজী হায়াৎ পরিচালিত এ ছবিতে তাঁর বিপরীতে ছিলেন কাজী মারুফ।  তার অভিনীত দ্বিতীয় ছবি ‘অচেনা হৃদয়’ আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে মুক্তি পাবে।


মন্তব্য করুন