Select Page

প্রস্থেটিক মেকআপ দিয়ে ৯৪ বছরের বৃদ্ধ আসাদুজ্জামান নূর

প্রস্থেটিক মেকআপ দিয়ে ৯৪ বছরের বৃদ্ধ আসাদুজ্জামান নূর

আজকাল বলিউডের সিনেমায় অহরহ প্রস্থেটিক মেকআপের কথা শোনা যায়। বাংলাদেশে প্রথমবার এ ধরনের সাজ নিলেন আসাদুজ্জামান নূর, যার কল্যাণে তার বয়স এখন ৯৪ বছর।

কামার আহমাদ সাইমন পরিচালিত ‘শিকলবাহা’ সিনেমায় এই গুণী অভিনেতার তিন ঘণ্টার বেশি সময় লেগেছিল কেবল সেই প্রস্থেটিক মেকআপ নিতেই।

জানা যায়, চরিত্রটির বয়স নব্বই বছরের বেশি। এ বয়সী চরিত্রে অভিনয়ের জন্য জুতসই অভিনয়শিল্পী পাওয়া দুরূহ। কিন্তু এর আছে সমাধান— প্রস্থেটিক মেকআপ।

কেন এ ছবিতে যুক্ত হওয়া? আসাদুজ্জামান নূর প্রথম আলোকে বলেন, ‘শুরুতে না করেছিলাম। কারণ, এখন বাইরে শুটিং করতে গিয়ে যে ঝক্কি, তা আর নিতে ইচ্ছা করে না। একটু অলস হয়ে গেছি বলা যেতে পারে। পরে এ ছবির নির্মাতা ও প্রযোজকের অনুরোধের কাছে “না” বলতে কষ্ট হচ্ছিল।’

আরও বলেন, ‘এই নির্মাতার প্রথম ছবি “শুনতে কি পাও!” দেখেছি। ছবিটা দেখে আমার একটা আস্থা তৈরি হয়েছিল। জানতাম যে ভালো একটা কাজ হতে যাচ্ছে।’

কান চলচ্চিত্র উৎসবে উদীয়মান নির্মাতাদের আসর লা ফ্যাব্রিক সিনেমা দ্যু মুন্দে নির্বাচিত হয়ে প্রথম আলোচনায় আসে ‘শিকলবাহা’। এরপর জাতীয় চলচ্চিত্র অনুদান এবং পরপর দুবার বার্লিন চলচ্চিত্র উৎসবের ‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড (ডব্লিউসিএফ)’ জেতে ‘শিকলবাহা’র চিত্রনাট্য। ছবিটি এই মুহূর্তে রয়েছে সম্পাদনার টেবিলে।

দর্শক কবে দেখতে পাবেন ‘শিকলবাহা’? এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া যাচ্ছে না। ২০১৯ সালের ডিসেম্বরে শেষ হয় ‘শিকলবাহা’র শুটিং। এরপর শুরু হয় তৈরি থাকা ‘নীল মুকুট’ মুক্তির কাজ। সেন্সর বোর্ডের কড়া পাহারা পেরিয়ে যখন সিনেমাটি দর্শকদের কাছে পৌঁছানোর জন্য প্রস্তুত, তখনই মহামারি সব পরিকল্পনা লন্ডভন্ড করে দিল। অলিখিত, অঘোষিত লকডাউনে সবাই ঘরে ঢুকে পড়ল। ঘরে ঢুকে পড়লেন নির্মাতা কামার আহমাদ সাইমন। সম্পাদনার টেবিলে তৈরি হতে থাকল এই নির্মাতার তৃতীয় (নাকি দ্বিতীয়?) ফিচার ফিল্ম ‘শিকলবাহা’।

নির্মাতার ভাষায়, ‘এই মুহূর্তে “শিকলবাহা”র প্রগাঢ় প্রেম-পর্ব চলছে আমার সম্পাদনা টেবিলে, তারিয়ে উপভোগ করছি প্রতিটি চুমুক।’

আসাদুজ্জামান নূরকে ‘শিকলবাহা’য় দেখা যাবে একজন প্রবীণ বিপ্লবীর ভূমিকায়।


মন্তব্য করুন