Select Page

চার জেলায় প্রাঙ্গণেমোরের দুই নাটক

চার জেলায় প্রাঙ্গণেমোরের দুই নাটক

প্রাঙ্গণেমোর আয়োজিত দুই বাংলার নাট্যমেলা শেষ হল ১৮ মার্চ। এর মধ্যেই নতুন করে ব্যস্ত হয়ে পড়েছে দলের সদস্যরা। এবার ঢাকার বাইরে বিভিন্ন জেলায় তাদের দুটি নাটকের প্রদর্শনী করতে যাচ্ছে প্রাঙ্গণেমোর। 

নাটকগুলো হল মোহিত চট্টোপাধ্যায়ের লেখা ও অনন্ত হিরার নির্দেশনায় আওরঙ্গজেব এবং অনন্ত হিরার লেখা ও আউয়াল রেজার নির্দেশনায় কনডেমড সেল। চারটি জেলায় মোট পাঁচটি মঞ্চায়ন করা হবে।

২২ মার্চ শ্রীমঙ্গলে মঞ্চায়িত হবে ‘আওরঙ্গজেব’। ২৪ মার্চ কুড়িগ্রাম মঞ্চায়িত হবে ‘কনডেমড সেল’। ২৫ মার্চ লালমনিরহাটে ‘আওরঙ্গজেব’ এবং একই জেলায় ২৬ মার্চ ‘কনডেমড সেল’ এবং ২৯ মার্চ মাদারীপুর ‘কনডেমড সেল’ নাটকটি মঞ্চায়িত হবে।


মন্তব্য করুন