Select Page

প্রিমিয়ারে প্রশংসিত ‘তারকাঁটা’

প্রিমিয়ারে প্রশংসিত ‘তারকাঁটা’

2367ced521dc6e413434c528a14b2d6a-Untitled-1মঙ্গলবার সন্ধ্যায় বসুন্ধরা শপিংমলের স্টার সিনেপ্লেক্স হয়ে গেল মুহাম্মদ মোস্তফা কামাল রাজের তৃতীয় ছবি ‘তারকাঁটা‘র প্রিমিয়ার। শোবিজ অঙ্গনের বিশিষ্টজনরা একসঙ্গে ছবিটি দেখেন। প্রিমিয়ার শো দেখে বের হয়ে সবাই ‘তারকাঁটা’ নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন। গল্প, নির্মাণ, অভিনয়, গান, ক্যামেরা ওয়ার্ক- সবগুলো বিভাগেই ‘তারকাঁটা’য় ছিল আধুনিকতার ছাপ।

আগামী শুক্রবার ঢাকাসহ সারা দেশে মুক্তি পাচ্ছে ‘তারকাঁটা’। এতে প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, আরিফিন শুভবিদ্যা সিনহা মিম। ছবি প্রসঙ্গে নির্মাতা রাজ বলেন, ‘আমি পরিশ্রম করেছি। চেষ্টা করেছি নিজের সর্বোচ্চ মেধা প্রয়োগের। প্রিমিয়ার দেখে সবাই মুগ্ধ। এখন এই মুগ্ধতা দর্শকের মধ্যে দেখতে পেলেই আমি সার্থক।’

পিংপং এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটির নির্বাহী প্রযোজক হিসেবে আছেন শুক্লা বণিক। এমন একটি ছবিতে অর্থলগ্নির জন্য প্রযোজককেও ধন্যবাদ দিয়েছেন সবাই।

 

 


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?

[wordpress_social_login]

Shares