Select Page

প্রিয়তমা: সুপারস্টারদের সিনেমার প্রচারণা দর্শকরাই করে

প্রিয়তমা: সুপারস্টারদের সিনেমার প্রচারণা দর্শকরাই করে

এই নির্মাতা তৈরি করছেন ‘প্রিয়তমা’। শাকিবের বিপরীতে আছেন কলকাতার ইধিকা পাল। ঈদুল আজহার দুই সপ্তাহ বাকি থাকলেও এখনো চলছে শুটিং। অবশ্যই এটাও প্রচারণার ঘাটতির কারণ

শাকিব খান ও হিমেল আশরাফ

শাকিব খানের সিনেমার প্রচারণা লাগে না, এ ফলাফল ‘ভুক্তভোগী’ নির্মাতারাই ভালো জানেন। আর শাকিবকেও নিজের প্রযোজনা বা ভারতীয় সিনেমা ছাড়া প্রচারণায় আগ্রহী হতে দেখা যায়নি। এ নিয়ে এই নায়ককে চাপের মুখেও পড়তে হয়নি। এবার সেই একই ‘সাফাই’ গাইলেন হিমেল আশরাফ, শাকিবের ছবির প্রচারণা লাগে না।

এই নির্মাতা তৈরি করছেন ‘প্রিয়তমা’। শাকিবের বিপরীতে আছেন কলকাতার ইধিকা পাল। ঈদুল আজহার দুই সপ্তাহ বাকি থাকলেও এখনো চলছে শুটিং। অবশ্যই এটাও প্রচারণার ঘাটতির কারণ।

তবে ভক্ত বা দর্শকরা শাকিবকে মাঠে আশা না করলেও টিজার, ট্রেলার বা গান নিয়েই তাদের অভিযোগ। এরই মধ্যে অন্তর্জাল ও সুড়ঙ্গের একাধিক প্রচার ভিডিও প্রকাশ হলেও ‘প্রিয়তমা’ শিবির শুনশান। তার মাঝেই ‘সুপারস্টারদের সিনেমার প্রচারণা দর্শকরাই করে’ মন্তব্য পরিচালক হিমেলের। সঙ্গে হল বুকিং শুরুর বার্তাও দেন।

গতকাল সোমবার (১২ জুন) ফেসবুকে তিনি লেখেন, “আশা সিনেমা হল, জামালপুর ও রাজ সিনেমা হল, কিশোরগঞ্জ দিয়ে প্রিয়তমার হল বুকিং শুরু হলো।

দায়িত্ব নিয়ে বলছি এই দুইটি হল, তাদের ইতিহাসের সর্বোচ্চ টাকা বুকিং দিয়ে প্রিয়তমা নিলেন।

সারা বাংলাদেশের হল মালিক, বুকিং এজেন্ট, দর্শকরা যেই আস্থা ভালোবাসা আমাদের ওপর রাখছেন আমরা চেষ্টা করছি সেই মানের একটা সিনেমা দিতে।

অনেকেই জানতে চাচ্ছেন ট্রেলার-টিজার কেন আসছে না? ট্রেলার-টিজার সবই আসবে, আগে কাজটা শেষ হোক। প্রচারণায় পিছিয়া পড়ার কথা বলবেন? সারা বাংলাদেশের কে না জানে প্রিয়তমার কথা? প্রচারণা না হলে দ্বিগুণ দামে কেন প্রিয়তমা বুকিং নিচ্ছে? সুপারস্টারদের সিনেমার প্রচারণা দর্শকরাই করে।

আমরা জানি কখন আমাদের কী করতে হবে, আমাদের প্রধান কাজ ভালো সিনেমা বানানো, ঠিকঠাকভাবে বানানো। তাড়াহুড়ো করে আমরা কিছু করতে চাই না। তাড়াতাড়ি ট্রেলার-টিজার দেয়ার চেয়ে জরুরি ভালো ট্রেলার-টিজার দেয়া, তার চেয়ে জরুরি ভালো সিনেমা দর্শকদের উপহার দেয়া।

ওস্তাদের মাইর শেষ রাইতে। এখনো তো সন্ধ্যাই হলো না…।”


মন্তব্য করুন