Select Page

প্রীতমের বিপরীতে ‘মোটা’ নায়িকা খুঁজছে জাজ

প্রীতমের বিপরীতে ‘মোটা’ নায়িকা খুঁজছে জাজ

# প্রীতম হাসানকে নিয়ে সিনেমার ঘোষণা দিল জাজ মাল্টিমিডিয়া
# সেই ছবির জন্য ‘মোটা’ নায়িকার খোঁজ চলছে
# এপ্রিলে শুরু দৃশ্যায়ন, তার আগে জানানো হবে পরিচালক ও অন্যান্য কলাকুশলী প্রসঙ্গে

‘দেবী’ সিনেমার সংবাদ সম্মেলনে গায়ক-সংগীতায়োজক প্রীতম হাসানকে নায়ক করার ঘোষণা দিয়েছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। এইবার সেই সময় ঘনিয়ে এলো।

ফেসবুকে ‘নায়িকা আবশ্যক’ শিরোনাম দিয়ে বুধবার দুপুরে একটি ঘোষণা দিয়েছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তাতে বলা হয়েছে, ‘একটি নতুন সিনেমার জন্য নতুন নায়িকা আবশ্যক। ফিগার অনেক মোটা হতে হবে। আমাদের গল্পের নায়িকা অনেক মোটা। তাই অনেক মোটা না হলে যোগাযোগ না করার অনুরোধ করা হলো।’

আব্দুল আজিজ জানালেন, শিগগিরই তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একটি ছবি হবে। সেই ছবির জন্য স্থূলকায় একজন নায়িকার প্রয়োজন। গল্পের প্রয়োজনেই এমন নায়িকা খোঁজা হচ্ছে। আগ্রহীকে অবশ্যই ১৬ থেকে ২১ বছর বয়স এবং ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার হতে হবে। পড়াশোনা ন্যূনতম এসএসসি।

এ ব্যাপারে প্রথম আলোকে আব্দুল আজিজ প্রথম আলো বলেন, ‘ছবির গল্প অনুয়ায়ী অভিনয়শিল্পী বাছাই করি আমরা। আমাদের নতুন ছবির গল্পের চাহিদা একজন মোটা নায়িকা। তাই আমরা সেভাবেই ভেবেছি, সেভাবেই বলেছি।’ ছবিতে স্থূলকায় নায়ক থাকছে? আজিজ বলেন, ‘নায়ক হবেন একেবারে স্লিম।’

আব্দূল আজিজ ও প্রীতম হাসান

‘এই মোটা নায়িকার নায়ক হিসেবে কাকে ভাবা হচ্ছে?’ এই প্রশ্নে আব্দুল আজিজ সারাবাংলাকে বলেন, ‘আমরা সঙ্গীত পরিচালক প্রীতম হাসানকে ভাবছি। এখনো তার সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়নি। চিত্রনাট্য লেখার পর সে পড়ে তার সিদ্ধান্ত জানাবে। তারপর নতুন বছরের এপ্রিল মাসে আমরা দৃশ্যধারণে যাবো। তার আগে ছবিটির পরিচালকসহ অন্যান্য শিল্পীদের নামও চূড়ান্ত করা হবে।’

প্রীতম বলেন, ‘আজিজ ভাই আমার গুরুজন। উনি আমাকে অভিনয়ের কথা বলেছেন। এটা অনেক সম্মানের। আমি চিত্রনাট্য পড়ে আমার সিদ্ধান্ত জানাবো। এখন আপাতত গান নিয়েই ভাবতে চাই। কারণ আসছে বছরে শ্রোতাদের বেশ কিছু ভালো গান উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে আমার।’


মন্তব্য করুন